পুলিশের হিসাব ক্ষমতায় ফিরছেন মমতাই,সাফ জানালেন হুমায়ূন

নিউজ ডেস্ক:  শুক্রবার নির্বাচনের দিনক্ষণ প্রকাশ করার পরই নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক তোপ দাগেন নির্বাচন কমিশন ও বিজেপির উপর। বলেন, ‘বাংলার নিজের মেয়ে আমি মমতা ব্যানার্জি বলছি, বাংলাকে আমি ভালো চিনি। জেলা থেকে বিধানসভা কেন্দ্র সব চিনি। কোনও চক্রান্ত করে আমাকে আটকানো যাবে না। আমরা জেতার ক্ষমতা রাখি। আমরাই জিতব। আমরা স্ট্রিট ফাইটার। ভোটের ফলাফল আমরাই দেখাব।’ ‘ভিক্ট্রি’ সাইন দেখিয়ে মমতা দৃপ্ত কণ্ঠে জানিয়েছিলেন, ‘জয়ী হব আমরাই। আট দফার খেলায় হারিয়ে ভূত করে দেব।’

এদিন মমতার গলায় ফুটে উঠছিল আত্মবিশ্বাসের সুর। এর আগেও একাধিকবার তাঁর কথায় এই আত্মবিশ্বাসের ছাপ দেখা গিয়েছিল। তবে ভোট ঘোষণার দিন তাঁর এমন ‘সেলফ কনফিডেন্স’ নজর কেড়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদের। মমতার গলার এই আত্মবিশ্বাস কেন? এবার তা খোলসা করলেন চন্দননগরের প্রাক্তন পুলিশ সুপার ও সদ্য তৃণমূলে যোগ দেওয়া হুমায়ুন কবীর। বৃহস্পতিবার মুর্শিদাবাদে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পশ্চিম বাংলায় একটা সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে। এমন ভাব দেখানো হচ্ছে যেন সব শেষ হয়ে গেল। কিন্তু আসলে কিছুই যায়নি। আমি নিজে ৩১ জানুয়ারি অবধি পুলিশ কমিশনার ছিলাম। আমি এবং বিভিন্ন ইনটেলিজেন্স এজেন্সি খতিয়ে দেখেছে যে, মমতা বন্দ্যোপাধ্যায়ই তৃতীয়বার ক্ষমতায় আসছেন। তৃতীয়বার সরকার গড়ছেন। এটা নিশ্চিত।’

তিনি আরও বলেন, ‘কয়েকটা বেইমানকে, দুর্নীতিগ্রস্ত লোককে টাকার বিনিময়ে, ভয় দেখিয়ে এবং ওই দলের কিছু স্বার্থ চরিতার্থ করার জন্য দলে টেনে নিয়ে বলছে সব চলে গেল। কিছুই চলে যায়নি। যেখানে ছিল সব সেখানেই আছে। সবাই এঁরা সূর্যের আলোয় আলোকিত। এদের নিজস্ব কোনও আলো নেই। এঁরা নিজেরাই অনেকে জিততে পারবে না ভোটে। মে মাসের তৃতীয় সপ্তাহে গড়াগড়ি দেবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *