ভ্যাকসিন সেন্টার চালু করতে নয়া বিধি কলকাতা পুরসভার

নিউজ ডেস্ক: এবার থেকে ভ্যাকসিন দেওয়ার জন্য নতুন সেন্টার চালু করতে গেলে স্বাস্থ্য দপ্তরের কাছে সরাসরি আবেদন করতে হবে। এই আবেদন পাওয়ার পরই রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে একটি সিক্রেট কোড জেনারেট করে দেওয়া হবে। তার ভিত্তিতেই সংশ্লিষ্ট নতুন অ্যাকশন সেন্টারের জন্য ভ্যাকসিন করা ও সেটা দেওয়ার ব্যবস্থা করবে স্বাস্থ্য দপ্তর। এমনটাই জানালেন কলকাতা পুরসভার বর্তমান প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম।

কেন্দ্রীয় সরকারের কাছ থেকে যদি অধিক পরিমাণ ভ্যাকসিন পাওয়া যায়, সে ক্ষেত্রে কলকাতা পুরসভা প্রতিদিন এক লক্ষ মানুষকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করতে পারে বলেও জানান ফিরহাদ।

কসবা ভ্যাকসিন কাণ্ডে সঙ্গে যুক্ত দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নিতে চলেছে রাজ্য সরকার। আগামী দিনে এজাতীয় যে কোনো অভিযোগ পেলেই কলকাতা পৌরসভার পৌর কমিশনার তার বিরুদ্ধে এফআইআর করবেন। চাকরি সংক্রান্ত বিষয় নিয়েও জালিয়াতি সামনে এলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও এ দিন জানান ফিরহাদ।

বামপন্থীরা তাদের শক্তি হারিয়ে রাজ্য রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন। তাই তারা যেকোনো বিষয়কে সামনে এনে আন্দোলনের মাধ্যমে ফের প্রাসঙ্গিকতা ফিরে পেতে চাইছেন। কসবা ভ্যাকসিন কাণ্ডের সঙ্গে যুক্ত ভুয়ো আইএএস অফিসার দেবাঞ্জন দেবের সঙ্গে ছবি নিয়ে এদিন কলকাতা পুরসভার মূল ফটকের সামনে যে বিক্ষোভ ও আইন অমান্য আন্দোলন করেছে তা শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে বলে মত পোষণ করলেন ফিরহাদ। কি কোন জনপ্রতিনিধি পাশে দাঁড়িয়ে ছবি তুলবে এবং তার বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে সেটা কিভাবে একজন জনপ্রতিনিধি আইডেন্টিফাই করতে পারবেন সে নিয়োগ প্রশ্ন তোলেন ফিরহাদ। প্রসঙ্গক্রমে একসময় আসানসোলের কল মাফিয়ার কাছ থেকে চেক নেওয়ার সময়, সেই ছবি সামনে আসে। তাহলে কি বুদ্ধবাবু সঙ্গে মাফিয়া যোগ এর বিষয়টি প্রতিষ্ঠিত হবে? প্রশ্ন ফিরহাদ এর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *