জয়লাভ করেও তৃণমূলের ভয়তে গোপন আস্তানায় লুকিয়ে রয়েছেন ১২ জন জয়ী বিজেপি প্রার্থী

উত্তর ২৪ পরগনা গাইঘাটা ব্লকের ফুল সারা গ্রাম পঞ্চায়েতে মোট ২৪ টি আসন।যার মধ্যে ১২টি আসন জয়লাভ করেছে বিজেপি,১ টি আসন নির্দল এবং ১১ টি আসন তৃণমূল।অভিযোগ দল পরিবর্তন করে তৃণমূলে যোগদানের জন্য প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেসের নেতারা বিজেপি জয়ী প্রার্থীদের বাড়িতে গিয়ে কেউ লক্ষ লক্ষ টাকার প্রলোভন দেখাচ্ছে কেউ চাকরির প্রলোভন দেখাচ্ছে কেউ আবার পরিবারের ছেলেমেয়েকে অপহরণের ভয় দেখাচ্ছে।ফলে তৃণমূলের হাত থেকে বাঁচতে বাড়ি ছেড়ে স্বপরিবারে গোপন আস্তানায় আশ্রয় নিয়েছেন ১২ জন জয়ী বিজেপি প্রার্থী। বিজেপির জয়ী প্রার্থীদের দাবি তারা কোনভাবেই দল পরিবর্তন করবে না মানুষের ভোটে তারা জয়লাভ করেছেন পাশাপাশি তৃণমূলের দুর্নীতি এবং অপশাসনের বিরুদ্ধেই তাদের এই লড়াই তাই তারা তৃণমূলের হাত থেকে বাঁচতে এবং স্বচ্ছ পঞ্চায়েত গড়তেই আপাতত তারা গা ঢাকা দিয়েছেন বোর্ড গঠন করে তারা নিজ নিজ বাড়িতে এলাকায় ফিরে যাবেন।

আরো পড়ুন-৬ মাসের শুভেচ্ছাকে মৃত্যুর মুখ থেকে মা এর কোলে ফিরিয়ে দিল বারাসত মেডিকেল কলেজ

বনগাঁ দক্ষিণ মন্ডল ২ সভাপতি বিশ্বজিৎ ঘোষ বলেন, আমার সাথে জয়ী প্রার্থীরা যোগাযোগ করেছেন তাদেরকে বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে তাই আমাদের প্রার্থীরা তৃণমূলের ভয়তে এই গোপন আস্তানায় এসেছে।আমরা দলীয়ভাবে সমস্ত ধরনের সহযোগিতা করছি।এমনকি আমাদের দলীয় কর্মীরাই বাইরে পাহারাদার রয়েছে আমরা রাতেও পাহারা দেই কোনভাবেই তৃণমূল যাতে আক্রমণ না করতে পারে।আমরা বিশ্বাস করি মানুষ ভোট দিয়েছে সততার সাথেই বোড গঠন হবে কোনভাবেই আমরা তৃনমূলের ফাঁদে পা দেবো না।

আরো পড়ুন-রাজারহাটে রোডে বেপরোয়া গতিতে গাড়ি!নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি ও পথচারীকে ধাক্কা,পলাতক চালক

তৃণমূলের পক্ষ থেকে গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস বলেন,গোটা বিষয়টি অস্বীকার করা হয়েছে তারা জানিয়েছেন যদি ব্যক্তিগতভাবে কেউ গিয়ে থাকে সেটা দল কখনো বরদাস্ত করে না প্রয়োজনে তারা আইনের দ্বারস্থ হোক প্রশাসন ব্যবস্থা নেবে।আমরা বিশ্বাস করি মানুষকে মানুষ আমাদের ভোট দিয়েছে আমরা জয়লাভ করেছি যেহেতু সমান সমান তাই লটারি হবে যে দিকে যারা জিতবে তারাই বোড গঠন করবে।এছাড়াও বিধায়ক স্বপন মজুমদার আমাদের দলের প্রার্থীদের বাড়িতে গিয়ে টাকা দিয়ে কিনতে চাইছে যদিও সেটা মৌখিকভাবে এর কোন অস্তিত্ব নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *