দমদম ফায়ার স্টেশনের দমকলকর্মীকে লক্ষ্য করে গুলি এক যুবকের,অল্পের জন্য প্রাণে বাঁচল দমকলকর্মী

দমদম ফায়ার স্টেশনের দমকলকর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হয়| লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে বাঁচল দমকলকর্মী স্নেহাশিস রায় অল্পের জন্য প্রাণে বাঁচলো ওই দমকলকর্মী স্নেহাশীষ রায়|

আরো পড়ুন-একটানা প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন

আজ সকাল আটটা দশ নাগাদ হঠাৎ করে ব্যাগ থেকে আগ্নেয়াস্ত্র বার করে এক যুবক তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে| কিন্তু কোনোরকম সেখানে প্রাণ বাঁচানোর জন্য পালানোর চেষ্টা করেন ওই দমকলকর্মী|

আরো পড়ুন-যোগ দিবসে অংশ নিলেন বিজেপি রাজ্য সভাপতি

দমকল কর্মী জানান কদিন আগে রাস্তায় গাড়ি চালানোর সময় দুর্ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তির সাথে বচসা হয়েছিল| ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তদন্তে নেমেছে দমদম থানার পুলিশ|

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এদিন ভোর থেকেই আততায়ী দমকল কর্মী স্নেহাশিস রায়ের সন্ধানে দমদম ফায়ার স্টেশনের সামনে ঘোরাঘুরি করছিলেন। সকাল আটটা নাগাদ দমকল কর্মী কাজে যোগ দেওয়ার পড়েই তাকে ফায়ার স্টেশন থেকে ডেকে সামনে একটি ব্যাঙ্কের কাছে নিয়ে যায় সেখানে তাকে লক্ষ্য করে গুলি চালায় ওই দুস্কৃতি। গুলি অল্পের জন্য লক্ষ্য ভ্রষ্ট হয় এবং রাস্তায় গিয়ে লাগে। সূত্রের আরও খবর, আততায়ী একাই এসেছিলেন গুলি চালিয়ে সে চম্পট দেয়। সূত্রের আরও খবর, মাস খানেক আগে দমকল কর্মীর সাথে বাইক রাখা নিয়ে আততায়ীর বচসা হয়। তারপরেও মাঝে আরও একবার বচসা হয়। এরপরেই এদিন সকালে দমকল কর্মীর কাছে ক্ষমা চাইবেন বলে ডেকে নিয়ে যান ওই আততায়ী। এরপরেই তাকে লক্ষ্য করে গুলি চালায় ওই আততায়ী। পুলিশ ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি দমকল কর্মীর বয়ান নথিভুক্ত করছে দমদম থানার পুলিশ। স্বাভাবিক ভাবেই সাত সকালে শুট আউটের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *