টিচারদেরকে নদীতে নামতে হচ্ছে, বিষ খেতে হচ্ছে এ রাজ্যে:মমতা সরকারকে কটাক্ষ দিলীপের

নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে আসেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ|

রাজ্যসভা থেকে ইস্তফা দিয়েছেন অর্পিতা ঘোষ। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন,”তাঁর জায়গায় নতুন লোককে পাঠানো হচ্ছে। অর্পিতা ঘোষকে তার পার্টি সমস্ত কিছু দিয়ে দিয়েছেন। এমপি হয়েছেন, জেলা প্রেসিডেন্ট হয়েছেন, রাজ্যসভায় ছিলেন। এবার নতুন লোককে চান্স দিচ্ছেন অন্য রাজ্য থেকে তাকে তাই রিজিয়াইন করতে হলো।”

টাইমস ম্যাগাজিনের ২০২১ এর একশো প্রভাবশালীর তালিকায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাথে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে তিনি বলেন,”ঠিকই আছে অনেক জায়গায় হচ্ছে। হওয়াও উচিত। উনিও তো ১০ বছর ধরে মুখ্যমন্ত্রী আছেন রাজনীতিতে আছেন। কিন্তু বাংলার লোক জানেন কেমন প্রশাসন চালাচ্ছেন। সমস্ত মানুষকে রাস্তায় নামতে হচ্ছে আন্দোলন করার জন্য। টিচারদেরকে নদীতে নামতে হচ্ছে, বিষ খেতে হচ্ছে। স্বাস্থ্য কর্মীদেরও সেই অবস্থা|সরকারি কর্মীদের জায়গায় জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন পুলিশ বিদ্রোহ করছেন, এগুলো হয়ত ওনারা জানেন না। ওনারা রেজাল্ট দেখছেন কত ভোটে জিতেছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *