বাংলায় মহিলাদের উপর অত্যাচারের কথা বলতে গিয়ে অঝোরে কেঁদে ভাসালেন লকেট

আজ ২১শে জুলাই|একদিকে ধর্মতলার সভা মঞ্চ থেকে বিজেপি ও কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়|অন্যদিকে,দিল্লির বিজেপি সদর দফতরে সাংবাদিক বৈঠকে বাংলায় পঞ্চায়েত নির্বাচন ঘিরে মহিলাদের উপর নির্যাতনের কথা বলে গিয়ে অঝোরে কেঁদে ভাসালেন বিজেপি নেত্রী তথা হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

আরো পড়ুন-‘এই বৃষ্টি বলছে ২৪ এ নতুন ভারত হবে’:প্রবল বর্ষনের মাঝেই একুশের সভামঞ্চ থেকে মমতা

লকেট এদিন বলেন,’হাওড়ার পাঁচলাতে ৮ জুলাই পঞ্চায়েত ভোটের দিন একজন প্রার্থীকে বুথের ভিতর বিবস্ত্র করে নির্যাতন করা হয়েছে। তাঁর গোপানাঙ্গে হাত দেওয়া হয়েছে। এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। ডোমজুড়ে গণনার দিন এক তৃণমূল প্রার্থীকে বিবস্ত্র নির্যাতন করা হয়েছে। কিন্তু সেই ঘটনার কোনও ভিডিয়ো প্রকাশ্যে আসেনি। কেউ ভিডিয়ো করতে পারেনি। কারণ ওখানে আগ্নেয়াস্ত্র নিয়ে অনেকে দাঁড়িয়েছিলেন। এই ঘটনার কী কোনও বিচার হবে না?’

আরো পড়ুন-‘জনগণ আপনাকে নগ্ন করে চুন-কালি মাখিয়ে ঝেঁটা পেটা করবেন’:বিডিওকে হুঁশিয়ারি বিধায়কের

লকেট আরো বলেন, ‘রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও নারীদের উপর একের পর এক নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে।’ তিনি কাঁদতে কাঁদতে কাতর স্বরে বলেন,’আমরাও তো মহিলা এই অত্যাচারের মধ্যে আমরা এখন কোথায় যাব, আপনারাই বলুন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *