‘পরিকল্পনা করে ভাঙড়ে অশান্তি… নৌশাদকে গ্রেফতারের দাবি’:মন্তব্য আরাবুলের

মনোনয়ন ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। তৃণমূল ও আইএসএফ-এর মধ্যে তুমুল সংঘর্ষ হল দিনভর। তৃণমূলের ছোড়া গুলিতে এক আইএসএফ প্রার্থী গুলিবিদ্ধ হন বলে দাবি। এই অশান্তির মধ্য়েই ভাঙড়ে আরাবুল ইসলাম সহ ৩ তৃণমূল নেতার গাড়িতে ভাঙচুর চালানো হয়।তৃণমূলেরও অভিযোগ, হামলা গুলিবিদ্ধ হয়েছেন তাঁদের এক কর্মী। ভাঙড়ে এই অশান্তির দায় নৌশাদ সিদ্দিকির উপর চাপালেন আরাবুল ইসলাম

আরো পড়ুন-প্রার্থী পছন্দ নয়,অবিলম্বে প্রার্থী বদলাতে হবে!এই দাবি নিয়ে রাস্তা অবরোধ তৃণমূল কর্মীদের

আরাবুলের দাবি,পরিকল্পনা করে ভাঙড়ে অশান্তি করা হয়েছে।ভাঙড়ে শান্তি ফেরাতে তাই অবিলম্বে নৌশাদকে গ্রেফতারের দাবি জানান আরাবুল।আরাবুল দাবি জানান, বোমা, গুলি চালিয়েছে নৌশাদ বাহিনী। বাইরে থেকে দুষ্কৃতী এনে এলাকা দখলের চেষ্টা করা হয়েছে। দুষ্কৃতীদের ২-৩ দিন ধরে প্রশিক্ষণ দেওয়া হয়। এরপরেই তাণ্ডব চালায় বহিরাগতরা।

আরো পড়ুন-বীরভূমের নানুরে সিপিআই(এম) প্রার্থীদের মনোনয়ন পেশে সাহায্য করে নজির তৃণমূলের

আরাবুল আরো অভিযোগ করেন,শতাধিক বাইক ও গাড়ি ভাঙচুর করা হয়েছে। হামলায় ১৭ জন আহত এবং ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। যেভাবে বোমা, গুলি চালানো হয়েছে তাতে মানুষ আতঙ্কিত। তাই ভাঙড়ের সবথেকে বড় অপরাধী নৌশাদ সিদ্দিকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *