শীতলখুচি গুলি কাণ্ডে আগাম জামিনের মামলা স্থগিত ১১ জানুয়ারি পর্যন্ত

ফের পিছিয়ে গেল বিধানসভা নির্বাচনের সময় শীতলখুচি গুলি কাণ্ডে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের আগাম জামিনের মামলা। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মহামান্য বিচারক সৌমেন সেন ও বিশ্বজিৎ বাসুর ডিভিশন বেঞ্চে মামলার স্থগিতাদেশ দেওয়া হয়েছে ১১ জানুয়ারি পর্যন্ত।

আরো পড়ুন-‘‌রাজ্য সরকার নথি দিতে বাধ্য’‌,কড়া টুইট ধনখড়ের

কেন্দ্রের তরফে ঘটনার দিনের কিছু ফুটেজ ও তথ্য চাওয়া হয়েছিল রাজ্যের কাছে, রাজ্যের তরফে আদালতে জানানো হয়েছে, তদন্ত প্রক্রিয়া যতটা এগিয়েছে তার বিস্তারিত তথ্য আগামী এক দু সপ্তাহের মধ্যে হলফনামা আকারে পাঠিয়ে দেওয়া হবে আদালতে।

আরো পড়ুন-‘কলকাতায় ভোট উৎসব হয়নি,হয়েছে লুট উৎসব’,শিলিগুড়ির রাজপথে মিছিল অশোক ভট্টাচার্যের

আগামি ১১ জানুয়ারি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ফের মামলার শুনানি হবে বলে জানিয়েছে সরকার পক্ষের আইনজীবী শাশ্বত গোপাল মুখার্জি। উল্লেখ্য শীতলকুচী গুলিকান্ডে ৬ জন কেন্দ্রীয়বাহিনীর জওয়ানের বিরুদ্ধে মামলা চলছে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। গুলি কান্ডের ঘটনার তদন্ত করছে সি আই ডি। তবে অভিযুক্তদের বিরুদ্ধে এখনও পর্যন্ত চার্জশিট দেয়নি সিআইডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *