ভুয়ো নথিপত্র তৈরীর করার অভিযোগে বারাসাত থেকে গ্রেপ্তার ১

তিন মাস আগেই এএনআই বারাসাত থেকে ভোর নথিপত্র তৈরি করার অভিযোগে সমরেশ বিশ্বাস নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছিল । সেই তদন্তে নেমে উঠে এসেছিল সাগর দেব নামে অপর অভিযুক্তের নাম । দীর্ঘদিন ধরে বারাসাত থানার পুলিশ খুঁজছিল সাগর দেবের ।

আরো পড়ুন-ওমিক্রন আতঙ্কের মধ্যেই বছরের শেষ দিন উদযাপন করতে ইচ্ছামতি পাড়ে টাকিতে পর্যটকের ঢল

অবশেষে সাগরের প্রথম বউ এর সহযোগিতায় আজ সকালে বারাসাত থানার পুলিশ গ্রেফতার করল সাগর দেব কে । অভিযুক্ত সাগর দেবের বাড়ি থেকে উদ্ধার হয়েছে একাধিক ভুয়ো নথিপত্র । পাশাপাশি উদ্ধার করা হয়েছে বারাসাতের সরকারি একটি উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের একাধিক স্কুল সার্টিফিকেট ।

আরো পড়ুন-মানসিক ভারসাম্যহীন ছেলেকে হত্যা করে আত্মঘাতী বাবা! ব্যাপক চাঞ্চল্য শিলিগুড়ির ভারত নগরে

এছাড়া উদ্ধার হয়েছে বারাসাত পৌরসভার জন্ম সার্টিফিকেট এর জাল নথিপত্র । অভিযুক্তের প্রথম পক্ষের স্ত্রীর অভিযোগ এই সাগর দেব ও এএনআই এর হাতে গ্রেপ্তার হওয়া সমরেশ বিশ্বাস এর সাথে যোগাযোগ করেই বাংলাদেশ থেকে এদেশে পারিনি তো একাধিক অনুপ্রবেশকারী । এবং এই সকল অনুপ্রবেশকারীদের ভারতীয় সমস্ত নথিপত্র করে দিতেন সমরেশ ও সাগর ।

আরো পড়ুন-আলিপুরদুয়ারে ভয়াবহ অগ্নিকান্ড,জীবন্ত পুড়ে মৃত্যু এক জনের

এদের সাথে আর কেউ যুক্ত আছে নাকি সে বিষয়ে তদন্ত চালাচ্ছে বারাসাত থানার পুলিশ । পুলিশ সুপার জানিয়েছেন অভিযুক্তের বিরুদ্ধে অনেকদিন আগেই তাদের কাছে খবর ছিল সেই খবরের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে তদন্ত শুরু হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *