ছত্রধর মাহাতো এবার তৃণমূল রাজ্য কমিটিতে

নিউজ ডেস্ক: একুশের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে সাংগঠনিক স্তরে বড় পরিবর্তন ঘটাল শাসকদল। যুদ্ধ কালীন তৎপরতায় তৈরি করা হয়েছে ২১ জনের রাজ্য কমিটি, যাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে চলেছেন শ্রী ছত্রধর মাহাতো। এছাড়াও এই কমিটিতে স্থান পেয়েছেন সুকুমার হাঁসদা ও চূড়ামণি মাহাতো। আগেরবারের নির্বাচনে গেরুয়া শিবিরের জোর যে ক্রমশই বৃদ্ধি পাচ্ছে জঙ্গলমহলে এমনটা আঁচ করতে পেরেছিলেন তৃণমূল নেত্রী, আর তাই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তৃণমূল নেত্রীর কড়া তত্ত্বাবধানে একুশের নির্বাচনকে উপলক্ষ করে গঠন কড়া হয়েছে এই রাজ্য কমিটি, এবং এতে যে বিশেষ গুরুত্ব পেয়েছে জঙ্গলমহল সেটাও কিন্তু বেশ স্পষ্ট। শুধু মাত্র জঙ্গলমহল নয়, তৃণমূল নেত্রী সাংগঠানিক রদবদল করেছেন বিভিন্ন জেলায় জেলায়।

আগের লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল হয়নি জঙ্গলমহলে, এর জন্য দলের সাংগঠানিক দুর্বলতাকেই দায়ী করেছেন জননেত্রী । আর তাই হেতু এই সুপরিকল্পিত পরিবর্তন। জেল থেকে বেরিয়েই সস্ত্রীক তৃণমূলে যোগ দেন ছত্রধর মাহাতো, সুসম্পর্ক গড়ে ওঠে তৃণমূল নেতা ও নেত্রীদের সাথে ।  তৃণমূলে তার পরিচিতির দিকটা খেয়াল রেখেই  এই দায়িত্বভার তার হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। আশা করা যায় এতে জঙ্গল মহলে জোর ফিরবে তৃণমূল শিবিরের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *