দিলীপ ঘোষের আলিপুরদুয়ার সফরের মধ্যেই ফের ভাঙন জেলা বিজেপিতে

আলিপুরদুয়ার, ২৭ জুনঃ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের আলিপুরদুয়ার সফরের কয়েক ঘন্টা আগেই ফের ভাঙন আলিপুরদুয়ার জেলা বিজেপিতে। আলিপুরদুয়ার জেলা তৃণমূল কার্যালয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য। আরে এর ফলে বিজেপির হাত থেকে তৃণমুল কংগ্রেসের দখলে চলে গেল আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের তুরতুরিখন্ড গ্রাম পঞ্চায়েত৷

তুরতুরিখন্ডের দলত্যাগী বিজেপি প্রধান চন্দ্রিমা সিং বলেন,  তিনিএলাকার উন্নয়নের কথা মাথায় রেখে তৃণমুল কংগ্রেসে যোগ দিয়েছেন তিনি৷ পঞ্চায়েত বোর্ড এরপর থেকে তৃণমূল কংগ্রেস চালাবে বলে দাবি করেছেন তিনি ৷

আলিপুরদুয়ার জেলার বিজেপির প্রাক্তন সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা আরও আট জন বিজেপি শীর্ষ নেতাকে নিয়ে কলকাতার তৃণমূল ভবনে এসে তৃণমূল যোগ দেওয়ার পর থেকেই ভাঙন অব্যাহত আলিপুরদুয়ার জেলা বিজেপিতে।

প্রতিদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন একাধিক জনপ্রিতিনিধি এবং নেতা-নেত্রী। দলত্যাগী বিজেপি জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মার দাবি আরও বেশ কয়েকজন বিজেপি কর্মকর্তা বিজেপি ছেড়ে তৃণমুল কংগ্রেসে আসবেন৷

অন্যদিকে আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলালের অভিযোগ, শাসক তৃণমূল কংগ্রেস ভয় দেখিয়ে দলে টানছেন বিজেপি কর্মীদের ৷

এই অপবাদের পাল্টা উত্তর দিয়েছেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি মৃদুল গোস্বামী ৷ তিনি বলেন, ভয় দেখানোর হলে আগেই বিজেপি কর্মীদের ভয় দেখিয়ে তারা দলে আনতেন ৷

এই পরিস্থতিতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আলিপুরদুয়ার বিজেপিতে ভাঙন ঠেকাতে পারে কিনা সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *