কালিয়াগঞ্জের নেতা কার্তিক পালকে নিয়ে উচ্ছ্বাসে ভাসলেন বিজেপির নেতাকর্মীরা

নিউস ডেস্ক: কালিয়াগঞ্জ নেতা কার্তিক পালকে নিয়ে উচ্ছ্বাসে ভাসলেন বিজেপির নেতাকর্মীরা। শনিবার মেদিনীপুরের সভায় অমিত শাহ’র হাত ধরে পদ্ম শিবিরের যোগদানের পর রবিবার প্রাক সন্ধ্যায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে ফেরেন কার্তিক পাল।এদিন কালিয়াগঞ্জের ভান্ডার পঞ্চায়েতের বাঘনে শতশত বিজেপি কর্মীসমর্থক বীরের মর্যাদা দিয়ে স্বাগত জানায় দলের নতুন সেনাপতি কার্তিক পালকে। এরপর বাইক র্যালি করে বিজেপি কর্মীরা বাঘন থেকে কার্তিক পালকে নিয়ে কালিয়াগঞ্জ শহরে আসে। বিজেপি নেতা অমিত সাহা, যুব মোর্চার মালদা জেলার পর্যবেক্ষক গৌরাঙ্গ দাস, সমেত বহু নেতাকর্মী এদিন কার্তিক পালকে স্বাগত জানায়। কালিয়াগঞ্জে বিজেপির নতুন মুখ কাজের মানুষ কার্তিক পালকে সামনে রেখে এই বাইক র্যালি শহর পরিক্রমা করে মা বয়রা কালীমন্দিরে পৌছে মায়ের মন্দিরে পূজো দেন। সোমবার রায়গঞ্জে বিজেপি জেলা কার্যালয়ে বিজেপি জেলা সভাপতির সাথে দেখা করতে আসেন কার্তিক পাল। সেখানে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, তৃণমূল থেকে তাকে অনেক অসম্মানিত হতে হয়েছিলো। পাশাপাশি পুরো প্রশাসক হয়েও তাকে ঠিক ভাবে কোন কাজ করতে দেওয়া হত না।পাশাপাশি কালিয়াগঞ্জ হাসপাতালে বেড সংখ্যা বাড়ানো দীর্ঘদিনের দাবি থাকলেও,তা এখনো পর্যন্ত বেড সংখ্যা বাড়ানো হয়নি। অপরদিকে কালিয়াগঞ্জ এ যেভাবে উন্নয়ন শুরু হয়েছিল, সেখানেও তাকে কাজ করতে অনেক বাধার সৃষ্টি করেছিল তৃণমূল নেতৃত্ব।পাশাপাশি কালিয়াগঞ্জ নবনির্মিত বাস স্ট্যান্ড কাজ শেষ হয়ে গেল সেখানে উদ্বোধন করতে দেওয়া হয়নি বলেও অতিযোগ করেন তিনি। স্বাভাবিকভাবে কালিয়াগঞ্জ এর বাসিন্দারা যথেষ্টভাবে ক্ষিপ্ত হয়ে উঠেছিল। তিনি বলেন যে দলের নীতি আদর্শ নেই সেই দলে থেকে তিনি কোন কালিয়াগঞ্জ এর উন্নয়ন করতে পারবেন না তাই তিনি বিজেপি দলে যোগদান করেন। বিজেপির নীতি আদর্শ তাকে অনুপ্রাণিত করেছে বলে তাই তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। আগামী দিনে বিজেপির নীতি আদর্শ মেনে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চান। অন্যদিকে বিজেপি জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন তৃণমূলে থেকে কার্তিক বাবু কোন কাজ করে উঠতে পারছিলেন না। পাশাপাশি বিজেপির আদর্শকে মান্যতা দিয়ে তিনি বিজেপিতে যোগদান করেন। আগামীতে কালিয়াগঞ্জ এর কাত্তিক পালের যোগদানের বিজেপি আরো শক্তিশালী হবে বলে তিনি মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *