ভোটের আগেই ইন্দ্রনীল সেনের বাড়ির সামনে বোমাবাজি, ভাঙচুর গাড়ি

নিউজ ডেস্ক: বঙ্গে বিধানসভা ভোটের আগে রাজনৈতিক তরজা তুঙ্গে ঠিক তখনই রাজ্যের তথ্য ও সংস্কৃতিমন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ির সামনে তুমুল বোমাবাজির ঘটনা ঘটলো। ভাঙচুর করা হয়েছে মন্ত্রীর এসি গাড়ি। বুধবার রাতে শহরে এই ঘটনা ঘটে যাবার পরেই রাজনৈতিক মহল এবং পুলিশ প্রশাসনে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পরেই মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ির সামনে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। ঘটনা শুনে অবিলম্বে তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা কে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কসবায় রয়েছে ইন্দ্রনীল সেনের বাড়ি। ঘটনার সময় মন্ত্রী বাড়িতে ছিলেন না। এদিন রাতে মোটর বাইকে চেপে এসে একদল দুষ্কৃতী মন্ত্রীর বাড়ির সামনে প্রথমে ব্যাপক বোমাবাজি করে। এরপর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা মন্ত্রীর এসি গাড়ি ভাঙচুর করা হয়। এর পরেই পালিয়ে যায় দুষ্কৃতীরা।

খবর পেয়ে মন্ত্রী নিজেই পুলিশ কমিশনার অনুজ শর্মা কে ফোন করেন। ঘটনা জানানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাস্তার সিসিটিভির ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনায় রাজ্যের আরেক মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন,”দুষ্কৃতীরা সকলেই বিজেপি মদদপুষ্ট। অবিলম্বে তাদের গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।”ঘটনার দায়ভার নিতে চাইনি বিজেপি। তারা জানিয়েছে, এই ঘটনার সঙ্গে আমাদের দলের কোনো সম্পর্ক নেই। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *