জেল বন্দি সহকর্মী তথা দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া কেঁদে ফেললেন মুখ্যমন্ত্রী

গত ২৬ ফেব্রুয়ারি সিবিআই গ্রেফতার করেছিল দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়|আজ সেই মণীশ সিসোদিয়ার জন্য কেঁদে ফেললেন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল|

আরো পড়ুন-‘পুরসভায় ঢুকে গিয়েছে সিবিআই, এবার কি বাথরুমেও ঢুকবে?’ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

শহরে এক স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় সহকর্মী মণীশ সিসোদিয়ার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন অরবিন্দ কেজরিওয়াল|এদিন তিনি বলেন,”আজ মণীশজির কথা খুব মনে পড়ছে। উনিই এটা শুরু করেছিলেন। এটা তাঁর স্বপ্ন ছিল, যে প্রত্যেক শিশু যেন সম্ভাব্য সবথেকে ভাল শিক্ষা পায়। উনি আজ জেলে, কারণ উনি চেয়েছিলেন ভাল স্কুল তৈরি করতে। উনি শিশুদের জন্য যথার্থ শিক্ষা সুনিশ্চিত করতে চেয়েছিলেন।”

আরো পড়ুন-নাবালিকার বিবাহ বন্ধ করলো আইনি পরিষেবা ও চাইল্ড লাইন!

এদিন তিনি আরো বলেন,”ওরা মিথ্যা অভিযোগ এনেছে। মিথ্যা মামলা করেছে এবং এরকম একটা (মণীশ সিসোদিয়া) ভাল মানুষকে জেলে রেখে দিয়েছে। ওরা কেন জেলে রেখেছে ? দেশে তো কত ডাকাত খোলামেলা ঘুরে বেড়াচ্ছে। যদি মণীশ সিসোদিয়া ভাল শিক্ষার বিষয়টি সুনিশ্চিত না করতেন এবং ভাল স্কুল নির্মাণে সাহায্য না করতেন, তাহলে তাঁকে জেলে যেতে হতো না।” এবং এও বলেন, “আমাদের চেষ্টা করতে হবে তাঁর স্বপ্ন পূরণ করার এবং নিশ্চিত করতে হবে যাতে তাঁর কাজ থেমে না থাকে। আমার পূর্ণ বিশ্বাস আছে যে, উনি শীঘ্রই ছাড়া পেয়ে যাবেন। সত্য কখনো হারে না। ঈশ্বর তাঁদের সাহায্য করেন, যাঁরা সত্যের পথে থাকেন। কিন্তু, যতদিন না উনি ছাড়া পাচ্ছেন, আমাদের এই ক্ষেত্রে দ্বিগুণ পরিশ্রম করতে হবে এবং শিশুদের সবথেকে ভাল শিক্ষা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *