কেবিসির শ্যুটিং ফ্লোরে পিপিই কিটের মাঝে অমিতাভ

নিউজ ডেস্ক:  গত ২ অগস্ট করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন অমিতাভ বচ্চন। করোনামুক্ত হওয়ার ২১ দিনের মাথায় শ্যুটিং ফ্লোরে ফিরলেন বিগ বি। ‘কৌন বনেগা ক্রোড়পতি ১২’-র শ্যুটিং শুরু করে দিলেন অমিতাভ বচ্চন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন সেই খবর।

নিউ নর্মাল শ্যুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে বলিউডের শাহেনশা লিখেছেন, ‘চারিদিকে নীল পিপিই সাগরের মাঝে শুরু হল কে বি সি ১২, শুরু হয়েছিল সেই ২০০০ সালে, এখন ২০০০, ২০ বছর! অদ্ভুত, এটা একটা লাইফটাইম’। পাশাপাশি শ্যুটিংয়ের ছবি পোস্ট করে অমিতাভ রসিকতার সুরে লেখেন, “আগের সেই প্রাণচঞ্চল ভাবে নেই। সবাই কেমন চুপচাপ, যন্ত্রের মতো কাজ করছে। প্রয়োজন ছাড়া মুখ খুলছেন না। দেখে মনে হচ্ছে কোনও গবেষণাগারে গভীর গবেষণায় আমরা মগ্ন।”

২০০০ থেকে শুরু হয়েছে এই গেম শোয়ের সম্প্রচার। দু দশক পার করে ফেলল এই শো। এবং কেবিসি মানেই সঞ্চালকের আসনে অমিতাভ বচ্চন ও তাঁর ব্যারিটোন কন্ঠ। মাঝে কেবিসি-৩ বাদে প্রত্যেক সিজনে সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছে বিগ-বি-কে। প্রসঙ্গত, বুধবার অমিতাভ লেখেন, খুব শীঘ্রই ‘কউন বনেগা ক্রোড়পতি’র শুট শুরু হতে চলেছে। সতর্কতার সঙ্গেই শ্যুট করা হবে। সে জন্য যে অনেক প্রস্ততি নেওয়া হচ্ছে সে কথাও জানান বিগ-বি।

প্রসঙ্গত, এত দিন মহারাষ্ট্র সরকার ৬৫ বছরেরর ঊর্ধ্বে যাঁদের বয়স, তাঁদের শুটের উপরে বিধিনিষেধ আরোপ করেছিল। ফলে শুটে ফেরা নিয়ে ছিল সংশয়। কিন্তু সম্প্রতি বম্বে হাইকোর্টের রায়ে সেই নিষেধও আর নেই। সুতরাং তাঁর কাজে ফিরতে আর বাধা নেই।

 

 

View this post on Instagram

 

.. it’s back to work .. in a sea of blue PPE .. KBC 12 .. started 2000 .. today year 2020 .. 20 years ! Amaze .. that’s a lifetime !!

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *