“আমাদের মুখ্যমন্ত্রী শুধু মানেন এপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং”:খোঁচা শুভেন্দুর

আজ অভিষেকের সভা,মমতার ধরনা,শুভেন্দুদের সভা,বাম-কংগ্রেসের মিছিল…সব মিলিয়ে তাপ আরো বেড়ে গিয়েছে মহানগরের|রাজনীতির এই ময়দানে কেউ কাউকে তুলোধনা করতে পিছু হাটছে না|আজ শহীদ মিনারে,ডিএ আন্দোলনকারীদের মঞ্চ থেকে কয়েক মিটার দূরে ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের সভা|আবার উত্তর কলকাতার শ্যামবাজার মেট্রোর সামনে বিক্ষোভে বসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী|সেখানে শুরু থেকেই মমতা ও অভিষেককে আক্রমন করেন শুভেন্দু|

আরো পড়ুন-সল্টলেক ইডি দপ্তরে এলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলের স্ত্রী কাকলি শীল

শুভেন্দু এদিন বলেন, “আমাদের রাজ্যের কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ রেড রোডে ধর্না দিচ্ছেন। সেখানে এয়ারকুলারের ব্যবস্থা আছে। ঠান্ডা জলের ব্যবস্থা আছে। দুধ এবং চিনি ছাড়া ভাল লিকার চা, কফি ইত্যাদি সমস্ত ব্যবস্থা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় সবথেকে বেশি ভালবাসেন নিজেকে। তাঁর অত্যন্ত আদরের প্রিয় ভাইপো কয়েকশো মিটার দূরে শহিদ মিনারে আস্ফালনের ডাক দিয়েছিলেন। তাই একা ভাইপো ফুটেজ খাবে কেন, তাই পিসিও উল্টো দিকে বসে গেছেন। পিসি তাঁর ধর্না কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।”

আরো পড়ুন-‘এরা আমার জুতার তলায় থাকে’:শুভেন্দুর মন্তব্যের বিরুদ্ধে ১ মাসের মধ্যে পিটিশন জমার নির্দেশ অভিষেকের

উল্লেখ্য,রেড রোডের ধরনা মঞ্চে দেশের সংবিধানকে সামনে রেখে ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়|এদিন সেই নিয়ে খোঁচা দিতে ছাড়েননি শুভেন্দু|তিনি বলেন,কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী, কোনও রাজ্যের মন্ত্রী বা কেন্দ্রের মন্ত্রী, যাঁরা মন্ত্রগুপ্তির শপথ নিয়েছেন সংবিধানকে সামনে রেখে, তাঁরা এভাবে ধর্না দিতে পারেন না। কিন্তু, আমাদের মুখ্যমন্ত্রী কোনও কিছু মানেন না। তিনি সবসময় একটা জিনিসই মানেন, এপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *