পুজোর মুখে করোনা বিধি মেনে অবশেষে খুলল নিকো পার্ক

নিউজ ডেস্ক: পুজোর আগে খুলে গেল নিকো পার্কও। বৃহস্পতিবার সকাল থেকে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে পার্কে প্রবেশের অনুমতি মিলছে। অনলাইনে মিলছে টিকিট। নিকোপার্কের গেটের সামনে থেকেও টিকিট কাটার সুবিধা রয়েছে। যদিও সেই টিকিট কাটার লাইনে বজায় রাখা হচ্ছে পারস্পারিক দুরত্ব।

৯০-এর দশকে তৈরি অ্যামিউসমেন্ট পার্কটি বাচ্চাদের অন্যতম পছন্দের জায়গা। গোটা বছরই ভিড়ে ঠাসা থাকে এই পার্ক। জয়রাইডে কচিকাঁচাদের কোলাহলেই ভরপুর থাকে নিকোপার্ক। কিন্তু গত মার্চ থেকে অতিমারীর জেরে বন্ধ করে দেওয়া হয় পার্ক। ফলে গত কয়েক মাসে বিপুল অঙ্কের ক্ষতির মুখে পড়ে পার্ক কর্তৃপক্ষ।  গত সেপ্টেম্বরেই কলকাতার একাধিক বিনোদন পার্ক খোলার আবেদন জানিয়েছিলেন কর্তৃপক্ষরা। তবে এই ধরনের বিনোদন পার্কে যেহেতু রেস্তোরাঁ, ব্যাঙ্কোয়েট হল, ওয়াটার পার্ক, রাইডস সবই থাকে তাই কোভিড সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় পার্ক খোলায় অনুমতি পাওয়া যায়নি।

আনলক -৫-এ কেন্দ্রের নির্দেশিকার পর পার্ক খোলার অনুমতি মেলে। কেন্দ্রের বেঁধে দেওয়া গাইডলাইন মেনে, স্বাস্থ্যবিধি খেয়াল রেখেই পার্ক খোলা হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। পার্কে ঢুকতে হলে কড়া বিধি মেনে চলতে হবে বলে সাফ জানানো হয়েছে। আনন্দ করতে গিয়ে যাতে সংক্রমণ না ছড়ায়, তার জন্য একাধিক বিধিনিষেধ পালনের কথা জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ।

এক ঝলকে দেখে নিন কী সেই বিধি নিষেধ :-

১) টিকিট কেটে ভিতরে ঢোকার সময় মূল ফটকে হ্যান্ড স্যানিটাইজার, থার্মাল চেকিং করা হবে।

২) মাস্ক পরে, স্যানিটাইজার ব্যবহার করে ঢুকতে হবে পার্কে।

৩)  রাইডে ওঠার সময় লাইনেও থাকবে দুরত্ব বজায়ের নিয়ম।

৪) বিভিন্ন জয়রাইডের সামনে দাগ কেটে সামাজিক দূরত্ব পালন করার ব্যবস্থা করা হয়েছে।

আজ সকালে পার্ক খোলার পরে খুব বেশি লোকজন দেখা যায়নি। কর্তৃপক্ষের কথায়, এখনও ভয় আর আতঙ্ক সকলের মধ্যেই রয়েছে। বর্তমানে করোনা যে ভাবে ছড়াচ্ছে, তাতে সাধারণ মানুষের মধ্যে বিনোদন পার্ক নিয়ে কোনও চিন্তা না আসাই স্বাভাবিক। তবে সরকারি সিদ্ধান্তে পার্ক খুলে যাওয়া কর্মচারীদের মুখে হাসি ফুটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *