এক নজরে এই বছরের মাধ্যমিকের ফলাফল

নিউজ ডেস্ক: চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। করোনা সংক্রমনের জেরে এবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই ফল প্রকাশ করা হয়। এ বছর মোট ৮লক্ষ ৪৩হাজার ৩০৫ জন ছাত্র-ছাত্রী মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, পাশের হারে এবছর নতুন রেকর্ড তৈরি হয়েছে। এই পাশের হার ৮৬দশমিক ৩৪ শতাংশ। এবছর প্রথম স্থান অধিকার করেছে বর্ধমানের মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলের অরিত্র পাল। তার প্রাপ্ত নম্বর ৬৯৪। ৬৯৩নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বাঁকুড়ার সায়ন্তন গড়াই এবং পূর্ব বর্ধমানের অভিক দাস। তৃতীয় স্থান অধিকার করেছে বাঁকুড়ার সৌম্য পাঠক, পূর্ব মেদিনীপুরের দেবস্মিতা মহাপাত্র এবং রহড়া রামকৃষ্ণ মিশনের অরিত্র মাইতি। চতুর্থ স্থানে বীরভূমের অগ্নিভ সাহা সহ মোট ৮৪জন ছাত্র-ছাত্রী এবারের প্রথম ১০জনের মেধাতালিকায় স্থান পেয়েছে।

আগেই জানানো হয়েছে, নিরাপত্তা জনিত কারণে আজই পরীক্ষার্থীদের হাতে মার্কশিট তুলে দেওয়া হবে না। কল্যাণময় বাবু জানিয়েছেন, আগামী ২২ ও ২৩শে জুলাই সকাল ১০টা থেকে পর্ষদের ৪৯টি কেন্দ্র থেকে মার্কশীট ও সার্টিফিকেট বিলি করা হবে ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের হাতে। তবে মার্কশিট বিতরণ কেন্দ্র এবং স্কুলগুলিকে পুরোপুরি জীবাণুমুক্ত করার পরই মার্কশিট বিলি করা হবে বলে পর্ষদের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। ১৩৯ দিনের মাথায় ফল প্রকাশ করা হয়েছে। তবে করোনা পরিস্থিতির জেরে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু হবে সে বিষয়ে পর্ষদের তরফে কিছু জানানো হয়নি।

এদিকে পাশের হারে পূর্ব মেদিনীপুর জেলা প্রথম স্থানে রয়েছে। ওই জেলায় এ বছর পাশের হার ৯৬দশমিক ৫৯ শতাংশ। এরপর দ্বিতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর এবং তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। কলকাতায় মোট ৯১দশমিক ০৭ শতাংশ ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে।
প্রথম: মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল হাইস্কুলের ছাত্র অরিত্র পাল। প্রাপ্ত নম্বর: ৬৯৪।
দ্বিতীয়: মোট ২জন দ্বিতীয় স্থানাধিকারী। বাঁকুড়ার ওন্দা হাইস্কুলের ছাত্র সায়ন্তন গড়াই, কাটোয়ার কাশীরাম দাস ইনস্টিটিউশনের পড়ুয়া অভীক দাস। প্রাপ্ত নম্বর: ৬৯৩।
তৃতীয়: কেন্দুয়াডিহি হাইস্কুলের ছাত্র সৌম্য পাঠক। দেবস্মিতা মহাপাত্র এবং রহড়া রামকৃষ্ণ মিশন হোমের ছাত্র অরিত্র মাইতি। প্রাপ্ত নম্বর: ৬৯০।
চতুর্থ: বীরভূম জেলা স্কুলের পড়ুয়া অগ্নিভ সাহা। প্রাপ্ত নম্বর: ৬৮৯।
পঞ্চম: পঞ্চম হয়েছে ৪ জন। বংশীহারি হাইস্কুলের ছাত্র অঙ্কিত সরকার, স্বস্তিক সরকার, রশ্মিতা সিনহা মহাপাত্র, বিভা বসু মণ্ডল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *