জ্যোতিপ্রিয়র কেবিন থেকে খুলে যাবে সিসিটিভি!আসছে নদরদারির নতুন ব্যবস্থা

রেশন দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বর্তমান ঠিকানা এসএসকেএম হাসপাতাল|তার উপর সারাক্ষণ রয়েছে সিসিটিভি-র নজরদারি|তবে এবার তার উপর থেকে সরে গেল এই নজরদারি|কিন্তু তার জায়গায় আসছে অন্য নজরদারির ব্যবস্থা|

আরো পড়ুন-সুব্রত বক্সির নাম করে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার এক!

প্রাক্তন খাদ্যমন্ত্রীর কেবিন থেকে আগামীকাল, শনিবার থেকে সিসিটিভি ক্যামেরা খুলে ফেলতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পরিবর্তে সিআরপিএফ কমানড্যান্ট যারা কলকাতা অঞ্চলে দায়িত্ব পালন করেন এসএসকএমে সেই পদমর্যাদার দু’জন সিআরপিএফ মোতায়েন করতে।

আরো পড়ুন-বিচারপতি অমৃতা সিংহের স্বামীকে সিআইডির তলব!

সিবিআইয়ের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে।জ্যোতিপ্রয়-র কেবিনে কাঁরা যাতায়াত করছেন সেই বিষয়ে প্রতিদিন রিপোর্ট দেবেন। সন্দেহজনক কিছু হলেই যোগাযোগ করবেন ইডি আধিকারিকদের সঙ্গে, এমনটাই নির্দেশ দিল আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *