ক্যান্সার রোগীদের যন্ত্রণা থেকে মুক্তি দিতে চালু প্যালিয়াটিভ কেয়ার ক্লিনিক

নিউজ ডেস্ক: ক্যান্সার রোগীদের জন্য এই প্রথম প্যালিয়াটিভ কেয়ার ক্লিনিক চালু হল জলপাইগুড়ি সদর হাসপাতালে। ক্যান্সার রোগীদের ব্যথা উপসমের জন্যই এই বর্হিবিভাগ চালু করা হল বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। জলপাইগুড়ি সদর হাসপাতালে এদিন স্বাস্থ্য দপ্তরের উত্তরবঙ্গের বিশেষ আধিকারিক, ডাঃ সুশান্ত রায় এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ রমেন্দ্রনাথ প্রামানিক যৌথভাবে ফিতে কেটে এই বর্হিবিভাগের উদ্বোধন করেন।

এদিন ক্যান্সার ক্লিনিকের দায়িত্বে থাকা ডাঃ রাহুল ভৌমিক জানান, জলপাইগুড়িতে এই প্রথম প্যালিয়াটিভ কেয়ার ক্লিনিক চালু হল। ক্যান্সার রোগীদের অনেক ব্যথা সহ্য করতে হয়। এই ব্যথা থেকে যাতে রোগীদের উপশম করা যায়, তার জন্যই এই প্যালিয়াটিভ কেয়ার ক্লিনিক করা হয়েছে। সপ্তাহে দুই দিন করে এই বর্হিবিভাগ খোলা থাকবে।

এদিন, জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ রমেন্দ্রনাথ প্রামানিক জানান, অনেকেরই ক্যান্সার নিয়ে সচেতেনতা নেই। অনেক রোগীর ক্যান্সার আক্রান্ত হওয়ার, দীর্ঘদিন পরে ডাক্তারের কাছে আসায় রোগ ধরা পরে। তাতে অনেকে দেরি হয়ে যায়। এছাড়া ক্যান্সার হবার পর, রোগীদের যাতে একটু রিলিফ দেওয়া যায়, তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যান্সার আক্রান্ত রোগীদের আজীবন এই পরিষেবা দেওয়া হবে। আপাতত সপ্তাহে দুইদিন খোলা থাকবে এই ক্যান্সার বর্হিবিভাগ বলে জানান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *