ফের ডেঙ্গুতে মৃত্যু সল্টলেকে!মৃত্যু ৫২ বয়সী ১১৫ দত্তাবাদের বাসিন্দা প্রতিমা মন্ডলের

চলতি মাসের ২৭ তারিখে বিধান নগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় প্রতিমা মন্ডল কে এবং তার চার দিন আগে থেকে জোরে ভুগছিলেন প্রতিমা মন্ডল সল্টলেক ১১৫ নম্বর দত্তাবাদ রোডের বাসিন্দা গত সপ্তাহ সল্টলেক এই ব্লকের বাসিন্দার মৃত্যু হয় ডেঙ্গুর কারণে

আরো পড়ুন-সম্প্রীতি উড়ালপুলে মাঞ্জা সুতোয় আর কাটবে না গলা

বিধান নগর মহকুমা হাস পাতালে আজ সকাল ৭:৫০ নাগাদ মারা যান প্রতিমা মন্ডল। সল্টলেক দত্তাবাদের বাসিন্দারা জানান বিধান নগর পৌরসভার তরফ থেকে এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় না |জায়গায় জায়গায় নোংরা আবর্জনা পড়ে থাকে|বেশ কয়েকটি রাস্তা খারাপ হওয়া কারণে জল জমে থাকে এবং সেই জমা জল থেকে ডেঙ্গুর লাভা হয় |সেখান থেকে ডেঙ্গি ছড়াচ্ছে| সল্টলেকে দুইজনের মৃত্যু হযল ডেঙ্গুর কারণে|

আরো পড়ুন-মন্ডল সভাপতিদের পরিবর্তন করায় বারাসাত বিজেপি জেলা কার্যালয়ে তালা কর্মীদের

পাশাপাশি পৌরসভা থেকে জানানো হচ্ছে পৌরসভার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মশার তেল এবং মশার ব্লিচিং পাউডার ছড়ায়,কিন্তু মানুষ নিজে সচেতন নয়|সেই কারণে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সল্টলেকে বাড়ছে|এই মুহূর্তে বিধান নগর পৌরসভা অন্তর্গত ২০০০ থেকে বেশি ডেঙ্গু আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *