কলকাতার বাসিন্দাদের ভিতর হিন্দু বাঙালি ৬২ শতাংশ,ক্রমশ বাড়ছে অবাঙালির ভিড

ইন্দ্রজিৎ রায়, সম্পাদক – মহানগরী কলকাতায় শান্তিপূর্ণ সহাবস্থান বাঙালি ও অবাঙালির। সর্বশেষ সেনসাস রিপোর্ট অনুসারে, কলকাতা পুরসভা এলাকায় মোট বাসিন্দা  ৪৫ লক্ষ। তবে বৃহত্তর কলকাতা মিলিয়ে এই সংখ্যাটা ১ কোটি ৪৯ লক্ষ।

সমীক্ষায় দেখা যাচ্ছে, ভারতের সবচেয়ে জনঘনত্বপূর্ণ শহরের মধ্যে কলকাতা তৃতীয় স্থানে রয়েছে। গত কয়েক বছরে কলকাতার জনসংখ্যা পাল্লা দিয়ে বেড়েছে। যেমন, ২০১৮  সালে কলকাতা পুরসভা ও বৃহত্তর কলকাতা মিলিয়ে জনসংখ্যা ছিল ১ কোটি ৪৬ লক্ষ। ২০১৯ সালে এই সংখ্যাটা আরও ১ লক্ষ বেড়েছে।

সূত্রের খবর, কলকাতায় বসবাসকারীদের ভিতরে ৬২ শতাংশ হিন্দু বাঙালি। রয়েছেন বিহারি, মাড়োয়ারি, গুজরাটি, পঞ্জাবি, উত্তরপ্রদেশ থেকে জীবিকার তাগিদে মহানগরীতে আসা মানুষজন। এছাড়াও আছেন অ্যাংলো-ইন্ডিয়ান কিংবা পার্সি সম্প্রদায়ের মানুষ। মহানগরীর বাসিন্দাদের মধ্যে ২০ দশমিক ৬০ শতাংশ মুসলমান সম্প্রদায়ের মানুষ।

আরও জানা গিয়েছে, বর্তমানে এই রাজ্যের মোট বাসিন্দাদের ভিতরে ১৫ শতাংশ অবাঙালি। শিলিগুড়ি, আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, খড়গপুর সহ রাজ্যের নানা প্রান্তে ছড়িয়ে রয়েছেন ওরা।

কলকাতা শহরে অবাঙালি বাসিন্দাদের সংখ্যা উত্তরোত্তর বাড়ছে বলে জানা গিয়েছে। গত লোকসভা নির্বাচনের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টিকে চিহ্নিত করেন। সেইসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি যখন বিহার, উত্তরপ্রদেশ কিংবা পঞ্জাবে যাই, তখন সেখানকার স্থানীয় ভাষায় কথা বলি। সেক্ষেত্রে বাংলায় যারা বসবাস করছেন তাদের বাংলা শিখতে হবে। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর বিতর্ক দেখা দিয়েছিল।

কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুর এলাকায় বসবাসকারীদের মধ্যে ২৩ লক্ষ ৫৬ হাজারের বেশি পুরুষ এবং ২১ লক্ষ ৩৯ হাজারের বেশি মহিলা। এদের মধ্যে মোট সাক্ষরতার হার ৮৬ দশমিক ৩১ শতাংশ।

তবে কলকাতা কিংবা বাংলার বাইরেও বসবাস বহু বাংলাভাষীর। সর্বশেষ সেনসাস রিপোর্ট অনুসারে, প্রতি পাঁচজন বাঙালির ভিতর একজন বাংলার বাইরে অন্য কোনো রাজ্যে বসবাস করেন। সেই হিসেবে বাংলার বাইরের বিভিন্ন রাজ্য, যেমন অসম, ঝাড়খন্ড, ত্রিপুরা, ওড়িশা, উত্তরপ্রদেশ, দিল্লি, মহারাষ্ট্র, কর্ণাটক থেকে শুরু করে মেঘালয় কিংবা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বসবাসকারী বাঙালির সংখ্যা ক্রমশ বাড়ছে। বর্তমানে বাংলার বাইরে বসবাসকারী বাঙালির সংখ্যা ১ দশমিক ৮ কোটি।

ভিনরাজ্যের যে লক্ষ লক্ষ মানুষ কলকাতায় বসবাস করছেন, তাদের একাংশ ব্যবসায়ী। এছাড়া ঠিকা শ্রমিক হিসেবেও অনেকে কাজ করেন।জানা গিয়েছে, কলকাতার বাসিন্দাদের ভিতর বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ রয়েছেন ০.৩১ শতাংশ, জৈন সম্প্রদায়ের মানুষ রয়েছেন ০.৪৭ শতাংশ, শিখ সম্প্রদায়ের ০.৩১, খ্রিস্টান সম্প্রদায়ের ০.৮৮ শতাংশ মানুষ বর্তমানে কলকাতার বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *