৪০০ বছরের পুরোনো সিদ্ধান্ত পরিবারের রটন্তী কালী পূজা পালিত হল
নিউজ ডেস্ক: আনুমানিক ৪০০ বছরের পুরনো রটন্তী কালীপূজা পালিত হল মুর্শিদাবাদের কান্দিতে। সিদ্ধান্ত পরিবারের এই পূজা ৪০০ বছর আগে সদাশিব সিদ্ধান্ত নামের ১ সাধক শুরু করেন। জানা গেছে, তিনি সিদ্ধিলাভ করে দেবী রটন্তী কালী কে প্রতিষ্ঠা করেন ছাতিনা কান্দি সিদ্ধান্ত পাড়া এলাকায়। এই ছাতিনা কান্দি সিদ্ধান্ত পাড়া এলাকার রটন্তী কালী পূজার দিনটি প্রতিবছরই উৎসবের সঙ্গে পালন করা হয়। এখানে দেবী তান্ত্রিক মতে পূজা করা হয় বলে সিদ্ধান্ত পরিবার সূত্রে খবর। পরিবার সূত্রে আরো জানা গেছে এই রটন্তি কালী পূজা হবার সময় পারিবারিক রীতি অনুযায়ী বংশের সবথেকে বড় ব্যাক্তির অনুমতি নিয়ে এই পূজায় বাসার রীতি।