মানবিকতার নজির!রেনবো হোমের ছোট্ট শিশুদের সুরুচির ঠাকুর দেখার সাধ মেটালেন বিদুৎমন্ত্রী

পূজোর পাঁচটি দিন যেমন আমরা সবাই বিশেষ ভাবে উপভোগ করতে চাই ঠিক তেমনি আমাদের মতই কলকাতার বুকে অবস্থিত কিছু হোমের শিশুরাও চায় পূজোতে একটু আনন্দ করতে,তবে করোনা তাদের এই ইচ্ছেটাকেও কেড়ে নিয়েছে|গতবার তাদেরও পূজো কাটাতে হয়েছিল হোস্টেলের ভিতরে থেকেই|পূজো পরিক্রমা স্বাদটা থেকে তারা ছিল বঞ্চিত|তবে আর না|

আরো পড়ুন –বালুরঘাটে হোমের আবাসিকদের নতুন জামা পড়িয়ে পূজা পরিক্রমার ব্যবস্থা করলো হোমের কর্তৃপক্ষ

আমাদের রাজ্যের মানবিক বিদুৎমন্ত্রী শ্রী অরুপ বিশ্বাস এই হোমের বাচ্চাদের মহাসপ্তমীর দিনটি স্বরণীয় করে দিলেন|হোমের বাচ্চাদের আবদার ছিল সুরুচি সংঘের ঠাকুর দেখবার|আর সেটি এক কথায় পুরণ করলেন অরুপ বাবু|

অরুপ বাবু সবাইকে সুরক্ষিত ভাবে হোম থেকে নিয়ে এসে তাদের নিজের হাতে ভোগ প্রসাদ খাওয়ালেন এবং চকোলেটও দিলেন|

আরো পড়ুন –মহাসপ্তমীর দিনে চকলেট বোম ফাটাতে গিয়ে মৃত্যু ৫ বছরের শিশুর,শোকের ছায়া ঘোটা এলাকায়

স্বয়ং মন্ত্রীর কাছ থেকে এরম একটি উপহার পেয়ে উচ্ছাসিত হোমের শিশুরা|তাদের উচ্ছাসের ধ্বনি শোনা গেল তাদেরই তৈরি স্লোগানে …. ” যত দিন বাঁচবো, অরূপদাকেই ডাকবো “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *