লেকটাউনে দিনে দুপুরে শুট আউট! গুলিবিদ্ধ হয়ে মৃত্যু অস্থায়ী দমকল কর্মীর

লেকটাউন গ্রিন পার্ক সারদা পল্লীতে দমকল কর্মী স্নেহাশীষ রায়কে গুলি করে খুন করে দুষ্করা। স্থানীয় সূত্রে খবর, মেয়েকে স্কুল থেকে বাড়ি নিয়ে ফেরার সময় ঠিক বাড়ির সামনেই ঐ দমকল কর্মীক স্নেহাশীষ রায়কে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা।

আরো পড়ুন-কাউন্সিলর দেবব্রত পালকে নিগ্রহের ঘটনায় নৈহাটি থেকে গ্রেফতার মূল অভিযুক্ত অরিন্দম বন্দ্যোপাধ্যায়

এরপরে তাকে স্থানীয়রা উদ্ধার করে আরজিকর হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এর আগেও এই দমকল কর্মীর উপরে হামলা হয়েছিল দমদমে ফায়ার ব্রিগেড অফিসের সামনে। তাকে লক্ষ্য করে গুলি করা হয়েছিল। সেবার তিনি অল্পের জন্য রক্ষা পান।

আরো পড়ুন-খুঁটি পূজার মাধ্যমে সল্টলেকের অন্যতম বিখ্যাত পুজো এ কে ব্লকের দুর্গা পূজার হল শুভ সূচনা

লেকটাউন গ্রিন পার্কের ঘটনাস্থলে বিধান নগর পুলিশের উচ্চপদস্থ কর্তারা। পুলিশ সূত্রে খবর, মৃত অস্থায়ী দমকল কর্মী সিন্ডিকেট ব্যবসার সঙ্গে জড়িত ছিল। ব্যবসায়িক শত্রুতার কারণে এই ধরনের ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান। গোটা ঘটনা ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *