মাস্ক পরা নিয়ে পুলিশকর্মীর সঙ্গে বচসায় সস্ত্রীক জাদেজা
নিউজ ডেস্ক: আগামী সপ্তাহেই তিনি চেন্নাই সুপার কিংসের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহিতে উড়ে যাবেন আইপিএল খেলতে। তার আগে ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা নিজের শহরে রাস্তায় স্ত্রীকে নিয়ে বেরোলেন এবং মাস্ক পরা নিয়ে বাগযুদ্ধে জড়িয়ে পড়লেন মহিলা পুলিশকর্মীর সঙ্গে।
রাজকোটের মহিলা পুলিশ স্টেশনের হেড কনস্টেবল সোনাল গোসাই জানিয়েছেন, সোমবার সকলা ন’টা নাগাদ গাড়ি করে কিষাণপারা অঞ্চলে গিয়েছিলেন জাদেজা। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী। সেই সময়েই তাঁর গাড়িকে আটকে ভারতীয় অলরাউন্ডার এবং তাঁর স্ত্রী মাস্ক পরেছেন কি না, তা জানতে চান সোনাল। আর তখনই শুরু হয়ে যায় তর্ক।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই সময় গাড়িতে জাদেজা এবং তাঁর স্ত্রীর মুখে মাস্ক ছিল না। তাই হেড কনস্টেবল সোনাল জানান, এর জন্য তাঁদের আর্থিক জরিমানা হবে এবং তিনি জাদেজার গাড়ির লাইসেন্স দেখতে চান। পরে জাদেজা পুলিশের কাছে অভিযোগ করেন, তাঁর সঙ্গে ওই মহিলা পুলিশকর্মী দুর্বীনিত আচরণ করেছেন। পরে ওই মহিলা পুলিশকর্মীও ভারতীয় ক্রিকেটারের বিশ্রী আচরণ নিয়ে নালিশ করেন। পরে সোনাল হাসপাতালেও ভর্তি হন। তিনি জানিয়েছেন, রাস্তায় নেমে টানা কাজ করার কারণে অসুস্থবোধ করছিলেন। তাই হাসপাতালে ভর্তি হয়েছেন।
পুলিশের যুগ্ম কমিশনার মনোহরসিং জাদেজা পরে জানিয়েছেন, দুইপক্ষই একে অপরের বিরুদ্ধে খারাপ ব্যবহার করা হয়েছে বলে থানায় অভিযোগ দায়ের করেছেন। তা বাদ দিলে কোনওপক্ষই কোনও ডায়েরি বা এফআইএর করেননি। তিনি আরও জানিয়েছেন, ঘটনার সময় জাদেজার মুখ মাস্ক ছিল, কিন্তু খুব সম্ভবত তাঁর স্ত্রী মাস্ক পরেননি। তা নিয়ে তদন্ত চলছে।