এসে গেল ভারতের ঝুলিতে প্রথম মেডেল, রুপো আনলেন মীরাবাই
নিউজ ডেস্ক: করোনার জন্য এক বছর পিছিয়ে গিয়েছিল এই খেলা কিন্তু আবার শুরু হয়েছে টোকিও অলিম্পিক্স। উদ্বোধনী দিনে তিরন্দাজির লড়াই দিয়ে অলিম্পিকে যাত্রা শুরু হয়েছে ভারতের। শনিবার সরকারিভাবে গেমসের প্রথম দিন। প্রথম দিনেই পদক জয়ের সম্ভাবনা নিয়ে লড়াইয়ে নেমে পড়েছিলে ভারতীয় অ্যাথলিটরা।
দেশক প্রথম পদক দিলেন মীরাবাঈ, যদিও এবার মেডেল হাতছাড়া হল শুটিংয়ে। স্ন্যান ও ক্লিন অ্যান্ড জার্ক একসাথে করে (৮৭+১১৫) মোট ২০২ কেজি ভারোত্তলন করেন চানু।
মেনস ডাবলসের প্রথম ম্যাচে তাইপের ইয়াং লি ও লি-লিন ওয়াং জুটিকে ২১-১৬, ১৬-২১, ২৭-২৫ গেমে পরাজিত করলেন ভারতের সাত্যিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি।
ওমনেস সিঙ্গলসের প্রথম ম্যাচে গ্রেট ব্রিটেনের টিন-টিন হো’র বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন মনিকা বাত্রা। তিনি ১১-৭, ১১-৬, ১২-১০ ও ১১-৯ গেমে ম্যাচ জিতে যান।