করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কিংবদন্তি ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত
নিউজ ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কিংবদন্তি ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত। সোমবার এই প্রবাদপ্রতীম উইঙ্গারের অক্সিজেন স্যাচুরেশন নেমে গিয়েছিল ৮০-তে। তার পরেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
প্রথমে মৃদু উপসর্গ ছিল সুরজিৎ সেনগুপ্তর। শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায়, তাঁকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে প্রাক্তন তারকা ফুটবলার।
আরও পড়ুন-৭১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চিত্রশিল্পী ওয়াসিম কাপুর
প্রসঙ্গত সুরজিৎ সেনগুপ্তর আগেই বাইপাস হয়ে গিয়েছে। হৃদযন্ত্রের পাশাপাশি সমস্যা রয়েছে ফুসফুসে। কিছুটা উদ্বেগে রয়েছে। দীর্ঘ দিন কিডনির সমস্যায় ভুগতে থাকা সুভাষ ভৌমিকের শরীরেও করোনা হয়েছিল। বয়সজনিত কারণে সুরজিৎ সেনগুপ্তকে নিয়ে সেই কারণে চিন্তায় রয়েছেন চিকিৎসকরা।