টোকিও অলিম্পিক্সে ফের বাজিমাত ভারতীয় হকি টিমের
নিউজ ডেস্কঃ ভারতবাসীর মনে আশার আলো জ্বালিয়ে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করল ভারতীয় হকি টিম।
আজ ৩-১ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে দেয় ভারত। এই ম্যাচে দেশের হয়ে প্রথম গোলটি করেন বরুণ কুমার। তবে আর্জেন্টিনা কিছুক্ষণের মধ্যেই গোল শোধ করে দেয়।
আর্জেন্টিনার পক্ষ থেকে মাইকো কাসেলা ভারতীয় রক্ষণ ভেদ করে দুরন্ত শটে গোল করেন।
কিন্তু এর পরেই আক্রমণাত্মক খেলতে আরম্ভ করে ভারতীয় দল। আর্জেন্টিনার স্বপ্ন চূর্ণ করে ভারতের হয়ে গোল করেন বিবেক সাগর ও হরমনপ্রীত সিং। ওই জোড়া ধাক্কা সামলে আর ম্যাচে কাম ব্যাক করতে পারেনি আর্জেন্টিনা।
Indian men’s hockey team beats defending champion Argentina 3-1 in fourth group match of Olympic Games, books quarterfinal berth
— Press Trust of India (@PTI_News) July 29, 2021
এই জিতের পর পুল-এ-তে দ্বিতীয় স্থানে থাকছে ভারত। ভারতের শেষ ম্যাচটি রয়েছে জাপানের সঙ্গে। সেই ম্যাচ জিতলেই, আর মাত্র একটি ম্যাচের ব্যবধান থাকবে স্বর্ণ পদক এবং রুপিন্দর পাল সিং- এর দলের মাঝে।
দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয়ে, তৃতীয় ম্যাচে স্পেনকে ৩-০ গোলে গুঁড়িয়ে দিয়ে সাফল্যের ঝাণ্ডা গাড়েন ভারতীয় দল। রুপিন্দর পাল সিং-এর জোড়া গোলে অলিম্পিক্স থেকে ছিটকে পড়া আটকে দেয় ভারত। তবে এখন সবার উপরে অবস্থান করছে অস্ট্রেলিয়া। তাই ফাইনাল জিততে বেশ কসরত করতে হবে রুপিন্দর পাল সিং-এর দলকে।
এদিকে ব্যাডমিন্টনে ডেনমার্কের ব্লিচফেল্টকে ২১-১৫, ২১-১৩ সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন ভারতের পি ভি সিন্ধু। বাংলার তীরন্দাজ অতনু দাসও দু’বারের সোনা জয়ী দক্ষিণ কোরিয়ার ওহ জিন-হয়েককে পরাজিত করে আজ প্রি-কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছেন।
Indian badminton star P V Sindhu enters quarterfinals of Olympic Games with straight-game win over Denmark’s Mia Blichfeldt
— Press Trust of India (@PTI_News) July 29, 2021