স্বাধীনতা দিবসের ঠিক পরেই লর্ডসে ব্রিটিশ বধ

নিউজ ডেস্ক: প্রায় সাত বছরের খরা মিটিয়ে লর্ডস টেস্টে আবার সাফল্যের মুখ দেখল ‘ বিরাট বাহিনী ‘। ভারতীয় পেসারদের ঝড়ে উড়ে গেল ব্রিটিশ দূর্গ।

ইংল্যান্ড মাঠে নামে ২৭২ রান তাড়া করার উদ্দেশ্যে, তবে ১২০ রানেই শেষ হয়ে যায় তাঁদের দৌড়। ১৫১ রানে লিড পেয়ে বিজয়ীর খেতাব ছিনিয়ে নেয় কোহলি বাহিনী।

 

৫ দিনের এই রুদ্ধশ্বাস লড়াইয়ের এমন পরিণতি দেখে স্বাভাবিক ভাবেই ভীষণ খুশি হয়েছেন সব ভারতবাসী। তবে ম্যাচের শুরুর দিকে আন্দাজ করা যায়নি যে এইরকম একটি চমক দিতে চলেছে বিরাট ব্রিগেড। এই টেষ্ট ম্যাচে কখনও এগিয়ে ছিল ভারতীয় দল, তো কখনও অ্যাডভান্টেজ নিয়েছে ইংল্যান্ড।

কিন্তু শেষ পর্যন্ত বাজিমাত করে লর্ডসে জয়গান গাইলো বিরাটের ‘ বিগ ব্যাটালিয়ন ‘। পঞ্চম দিনে শামি-বুমরার ব্যাটিং ঘুরিয়ে দিল ম্যাচের মোড়। তবে এই অনবদ্য ইনিংসে ভারতীয় পেসারদের দাপট ছিল চোখে পড়ার মত।

এর আগে লর্ডসের মাটিতে ভারত এই নজির গড়েছিল ১৯৮৬ সালে কপিল দেবের নেতৃত্বে এবং ২০১৪ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে।

 

 

এই সাফল্যের পর আপাতত শুভেচ্ছার জোয়ারে ভাসছে কোহলি ও তাঁর টিমের সদস্যরা।

ভারতের এই দুর্দান্ত সাফল্যে ভীষণ উচ্ছ্বসিত সচিন তেন্ডুলকর এবং সৌরভ গঙ্গোপাধ্যায়রা।

 

টিমের সাফল্যে অত্যন্ত খুশি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরও।

 

এই সাফল্যে চাক্ষুষ দেখতে এদিন লর্ডসে উপস্থিত ছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। ৫ দিনের এই ম্যাচ দারুন উপভোগ করেছেন তিনি।

ম্যাচ শেষে বিসিসিআই প্রেসিডেন্ট টুইট করেন, ‘ভারতের অসাধারণ জয় দেখলাম। এই জয় প্রমাণ করে দিল, এই দলটা কতটা সাহসী। সবার মধ্যে লড়াকু মানসিকতা রয়েছে। এত কাছ থেকে এমন জয় দেখা সত্যিই তৃপ্তির।’

কিংবদন্তী ‘ক্রিকেট ঈশ্বর’ সচিন তেন্ডুলকর ট্যুইটে লেখেন, ‘এটাই টেস্ট ম্যাচের মজা। প্রতিটা মুহূর্ত উপভোগ করলাম। এই দলের সহনশীলতা, সাহস আমাকে মুগ্ধ করেছে। কঠিন সময়ে ঘুরে দাঁড়ানোর জন্য এই ম্যাচ মনে থাকবে। দারুণ খেলেছো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *