চিকিৎসায় সাড়া দিচ্ছেন না পেলে! ‘এন্ড অফ লাইফ কেয়ার’-এ সরানো হচ্ছে,দাবি ব্রাজিল সংবাদমাধ্যমের
কাতারে চলছে ফুটবল বিশ্বকাপ,সারা বিশ্বের ফুটবল প্রেমীরা মেতে বিশ্বকাপের আমেজে|এরই মধ্যে ফুটবল ভক্তদের জন্য রয়েছে দুঃসংবাদ….বেশ কয়েক দিন ধরেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কিংবদন্তি ফুবলার পেলে,এবার শোনা যাচ্ছে
কেমোথেরাপিতে সাড়া দিচ্ছেন না তিনি|এমনকি হাসপাতালে মৃত্যু পথযাত্রীদের জন্য সংরক্ষিত বিশেষ ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে তাকে|
আরো পড়ুন-‘দুর্নীতি নিয়ে উলঙ্গ যদি না করতে পারি,রাজনীতির ময়দানে পা রাখব না’:শুভেন্দুকে চ্যালেঞ্জ অভিষেকের
ব্রাজিলের প্রথম সারির সংবাদমাধ্যম, ফোলহা দি সাও পাওলোর খবরে দাবি করা হয়েছে, ক্যান্সার আক্রান্ত পেলে চিকিৎসায় সাড়া দিচ্ছেন না।তাঁকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ‘এন্ড অফ লাইফ কেয়ার’-এ।এখানে সাধারণত মৃত্যুপথযাত্রীদের রাখা হয়।তবে কি জীবনের শেষ মুহূর্তে এসে গেলেন ফুটবল ময়দানের এই অধিপতি?
আরো পড়ুন-আজ এমএলএ-এমপি আদালতে কেন হাজির দিলীপ ঘোষ?জানুন বিস্তারিত…
জানা গিয়েছে এই ‘এন্ড অফ লাইফ কেয়ার’-এ আনা সেই সব রোগীদের যাদের জীবনের শেষ কিছু মুহূর্ত বাকি থাকে,আর সেই শেষ সময়টুকু যাতে তারা কিছুটা যন্ত্রণা থেকে মুক্তি পায়|গোটা বিশ্ব প্রার্থনা করছে এই অদ্বিতীয় ফুটবল নায়কের জন্য….কারন পেলে একটাই ছিল,আছে এবং থাকবে!তাকে হারানোর কষ্ট ও মূল্য অতুলনীয়|