আর পি সিং-এর বাবা শিব প্রসাদ সিং করোনা আক্রান্ত হয়ে প্রয়াত
নিউজ ডেস্ক: সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আর পি সিং-এর বাবা শিব প্রসাদ সিং। তাঁকে লখনউয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু, শেষ রক্ষা হল না। করোনা প্রান কাড়ল ভারতের প্রাক্তন পেসারের বাবার।
প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউয়ের ফলে ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সম্প্রতি এর জেরে প্রান হারিয়েছেন পিযূষ চাওলার বাবা ও রাজস্থান রয়্যালসের খেলোয়াড় চেতন সাকারিয়ার বাবাও। এছাড়া মোহনবাগানের গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যও তাঁর মাকে হারিয়েছেন। ভারতের মহিলা ক্রিকেট দলের সদস্য বেদা কৃষ্ণমূর্তিও তাঁর মা ও দিদিকে হারিয়েছেন।
এবার সেই তালিকায় তালিকায় জুড়ল আর পি সিং-এর বাবা শিব প্রসাদ সিং-এর নাম। প্রসঙ্গত কিছুদিন পীযুষ চাওলার বাবার মৃত্যু সংবাদ শুনে সোশ্যাল মিডিয়ায় শোক জ্ঞাপন করেছিলেন আর পি সিং। তবে, এবার তিনি নিজের বাবাকেই হারালেন।