স্বপ্নভঙ্গ!বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিলের,সেমিফাইনালে পৌছলো ক্রোয়েশিয়া
পেনাল্টি শ্যুটআউটে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিলের|স্বপ্নভঙ্গ ব্রাজিল ভক্তদের|এক্সট্রা টাইমে নেইমারের গোলে এগিয়ে যায় ব্রাজিল,তবুও শেষ রক্ষা হল না|ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়া|
আরো পড়ুন-হলদিয়া যাওয়ার পথে শিয়ালদায় দুর্ঘটনার কবলে কুণাল ঘোষের গাড়ি, ভাঙল গাড়ির কাচ
নির্ধারিত সময় গোলশূন্য ছিল স্কোর, এক্সট্রা টাইমে নেইমারের গোলে এগিয়ে যায় ব্রাজিল। পেটকোভিচের গোলে শোধ হয়ে যায় সেই গোল।স্কোর হয়ে ১-১|তারপর আসে পেনাল্টি শ্যুটআউট
আরো পড়ুন-এসএসসির নিয়োগে বিস্তর কারচুপি করা হয়েছে,আদালতে রিপোর্ট দিয়ে জানাল সিবিআই
রডরিগোর শট বাঁচিয়ে দেন লিভাকোভিচ। অন্যদিকে মার্কুইনহোসের শট বাঁদিকের পোস্টে লেগে ফিরে আসে। এরপরই ক্রোয়েশিয়ার জয় নিশ্চিত হয়ে যায়।কোয়াটার ফাইনাল থেকেই বিদায় নিতে হল এবার ব্রাজিলকে|