বছরের শেষে দিন রাতের টেস্ট খেলবে মিতালি রাজরা
নিউজ ডেস্ক: চলতি বছরের শেষে অস্ট্রেলিয়া সফরে গোলাপি বলের দিন রাতের টেস্ট খেলবে ঝুলন গোস্বামী ও মিতালি রাজরা। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানিয়েছেন বিসিসিআই-এর সচিব জয় শাহ।
তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ‘মেয়েদের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে আমরা দায়বদ্ধ। আনন্দের সঙ্গে জানাচ্ছি ভারতের মহিলা ক্রিকেট দল প্রথম বার গোলাপি বলের টেস্ট খেলবে এ বারের অস্ট্রেলিয়া সফরে।’
পাশাপাশি আইসিসিও এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় জানায়, ‘এই বছরের শেষে অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রথম বার গোলাপি বলের টেস্ট খেলবে ভারতীয় মহিলা দল, জানালেন বিসিসিআই সচিব, জয় শাহ।’
প্রসঙ্গত, অস্ট্রেলিয়া সফরের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলবেন মিতালি রাজরা। ৭ বছর পর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলতে নামবেন ঝুলনরা। আগামী ১৬ জুন থেকে শুরু হবে ওই ম্যাচ। এর পরেই বছরের শেষে অস্ট্রেলিয়া সফর করবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেখান টেস্ট, একদিনের ম্যাচ ও টি২০ খেলবে তাঁরা। ওই সফরেই টেস্ট সিরিজ চলাকালীন গোলাপি বলের টেস্ট হবে বলে জানিয়েছে বিসিসিআই সচিব জয় শাহ।
JUST IN: India Women to play in a pink-ball day-night Test in Australia later this year, announces BCCI Secretary Jay Shah. pic.twitter.com/x8S4HqTlNG
— ICC (@ICC) May 20, 2021