কলকাতায় পা দিলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস
কলকাতা এলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস। দুই দিনের সফরে কলকাতায় একাধিক কর্মসূচি রয়েছে মার্টিনেসের। তাকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত হয় রাজ্যের মন্ত্রী সুজিত বসু। কলকাতা বিমানবন্দরে মোহনবাগান এবং আর্জেন্টিনা ভক্তদের উচ্ছ্বাসের ছবি ধরা পরে এদিন। কলকাতায় এসে মার্টিনেস জানান, এখানে আসে এসে তিনি আনন্দিত খুবই উত্তেজিত এবং আনন্দিত।
আরো পড়ুন-‘কেষ্টকে আটকে রেখে দিয়েছে যাতে পঞ্চায়েত ভোট করতে না পারে’:ফের কেষ্টর পাশে তৃণমূল সুপ্রিমো
সোমবার বিকেল কলকাতা বিমান বন্দরে এসে পৌঁছলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস। মঙ্গলবার থেকে শুরু তার মূল কর্মসূচি। সেদিন মিলন মেলা প্রাঙ্গণে, দুপুরে একটি আলোচনা অনুষ্ঠানে নিজের গল্প শোনাবেন তিনি।বিকেলে মোহনবাগান মাঠে আসবেন বিশ্বকাপজয়ী গোলকিপার। মোহনবাগান রত্ন স্মারকটি তুলে দেওয়া হবে তার হাতে।
আরো পড়ুন-চ্যালেঞ্জ নিয়ে বলছি ১০০টা শুভেন্দুর এই জেলায় কোন সিট জেতার ক্ষমতা নেই:বিশ্বজিৎ দাস
পাশাপাশি পেলে- মারাদোনা-সোবার্স নামাঙ্কিত মোহনবাগান গেটের উদ্বোধন করার কথা তার। ৫ই জুলাই, শ্রীভূমিতে রাজ্যের মন্ত্রী সুজিত বসু আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। সেখান থেকে কলকাতার সন্তোষ মিত্র স্কয়ারে আরেকটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার কথা তার।