রাইফেল শুটিংয়ে সোনা ও রূপো জিতে দেশের নাম উজ্জ্বল করল আসানসোলের অভিনব
রাইফেল শুটিংয়ে গ্রুপে সোনা ও ইন্ডিভিজুয়াল রূপোর পদক জিতে দেশ তথা আসানসোলের নাম উজ্জ্বল করল অভিনব সাও। আসানসোল কেএসটিপির বাসিন্দা অভিনব সাও রাইফেল শুটিং কম্পিটিশনে জার্মানিতে গিয়ে অংশগ্রহণ করেছিলেন। সেখান থেকে তিনি জয়েন্টে সোনা ও ইন্ডিভিজুয়ালি রুপোর পদক জয় লাভ করেন।
আরো পড়ুন-‘ইন্দাসের বিডিও তৃণমূলের দালালি করছেন’:বিডিও অফিসের সামনে বিক্ষোভ সৌমিত্র খাঁয়ের
বৃহস্পতিবার তিনি আসানসোলে এলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এলাকাবাসীর পক্ষ থেকে। এদিন অভিনব শাওয়ের বাবা জানান ছোট থেকেই ছেলেকে রাইফেল শুটিং শেখানোর ইচ্ছে ছিল সেই মতো ছোট থেকেই প্রস্তুতি নিতে শুরু করেন তিনি অপরদিকে অভিনব কে স্বাগত জানাতে উপস্থিত হয়েছিলেন আসানসোল পুরো নিগম এর মেয়র পারিশদ গুরুদাস চ্যাটার্জী।
আরো পড়ুন-দুপুরে মুষলধারে বৃষ্টি শহরে!স্বস্তিতে মজলো কলকাতাবাসী
তিনি বলেন, শুটিং কম্পিটিশনে অংশগ্রহণ করে জার্মানি থেকে সোনা ও রুপোর পদক জিতেছেন অভিনব। আমরা তাকে স্বাগত জানাই , আগামী দিনে পুরসভার পক্ষ থেকে আমরা তার পাশে রয়েছি। আসানসোলের ছেলে অভিনব এর এই পদক জয়ী কে স্বাগত জানিয়েছে আসানসোল বাসী।