পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকতে আর লাগবে না করোনা টিকার শংসাপত্র
নিউজ ডেস্ক: উঠে গেল সব বিধিনিষেধ। লাগবে না করোনা টিকাকরণের শংসাপত্র l ২১ ফেব্রুয়ারী থেকে অবাধে পুরীর জগন্নাথ মন্দিরে ভক্তদের প্রবেশে ছাড়পত্র দিল মন্দির কর্তৃপক্ষ l
অনেকদিন পুরীর মন্দিরে প্রবেশ করতে গেলে দর্শনার্থীদের করোনা টিকার শংসাপত্র দেখানো বাধ্যতামূলক ছিল। দেশজুড়ে করোনা বিধি উঠে যাওয়ায় এবার সেই পথেই এগোলো পুরীর জগন্নাথ মন্দির।
আরও পড়ুন-প্রয়াত বাপি লাহিড়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের শোকবার্তা
শ্রী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের প্রধান কৃষাণ কুমার জানিয়েছেন, ওড়িশায় (Odisha) করোনা আক্রান্তের সংখ্যা কমে যাওয়ার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া দেশের বেশিরভাগ নাগরিকেরই করোনার ভ্যাকসিনের ডাবল ডোজ নেওয়া হয়ে গিয়েছে। তাই আগামী সপ্তাহ থেকে আর মন্দিরে প্রবেশ করার জন্য করোনার ভ্যাকসিনের ডাবল ডোজ সার্টিফিকেট দেখাতে হবে না।