ঝুলন যাত্রার সময় এই কাজ করলে তুষ্ট হবেন শ্রীকৃষ্ণ

নিউজ ডেস্ক: এই বছর ১৮ অগাস্ট বুধবার দিন শুরু হচ্ছে ঝুলনযাত্রা উৎসব। এটি চলবে ২১ অগাস্ট পর্যন্ত।

ভগবান শ্রীকৃষ্ণের ভক্তদের জন্য এই ঝুলনযাত্রা উৎসবটির বিশেষ মাহাত্ম্য আছে।

 

ঝুলন কথাটির আক্ষরিক অর্থ হলো দোলনা। এইজন্যই ঝুলন যাত্রার সময় ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের জন্য দোলনা সাজান।

এরপর ওই দোলনায় বসিয়ে শ্রীকৃষ্ণ এবং রাধাকে দোল দেন ভক্তরা। ভক্তিমূলক গান গেয়ে বেশ ধুমধাম করেই উদযাপিত হয় এই দিনটি।

পশ্চিমবঙ্গে বৃন্দাবন, মথুরা আর নবদ্বীপের ইসকন মন্দিরে মহাসমারোহে পালিত হয় ঝুলনযাত্রা।

 

হিন্দুধর্ম অনুসারে এই ঝুলনযাত্রার সময়ই শ্রীকৃষ্ণ এবং রাধার প্রেমের পূর্ণ বিকাশ ঘটেছিল। এই দিনটি তাই অত্যন্ত শুভ বলে মানা হয় হিন্দু ধর্মে।

এই সময় ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে আপনি বিশেষ কিছু নিয়ম পালন করতে পারেন। প্রভু তুষ্ট হলে আপনার মনের সব বাসনা পূর্ণ হবে।

কি কি কাজ করবেন এই ঝুলনের দিন শ্রীকৃষ্ণকে তুষ্ট করতে?

✓ ঝুলনযাত্রার দিন ঘুম থেকে উঠে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে গঙ্গাস্নান করুন। এতে পূণ্যলাভ হয়।

✓ ফুল এবং ফল ভক্তিভরে, ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করে তাঁর কাছে হাত জোড় করে প্রার্থনা করুন, এতে মঙ্গল হবে।

✓ শ্রীকৃষ্ণের যে কোনও মন্দিরে এইদিন একটি মুকুট দান করুন।

✓ ঝুলন উত্‍সবের এই তিনটে দিন সকালে স্নান করে শুদ্ধ হয়ে গীতাপাঠ করুন। গীতাপাঠ করলে যেমন মন
ভালো থাকে, ঠিক তেমনই জীবনের সব বাধা থেকে মুক্তি মেলে।

✓ জানেন নিশ্চয় ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম পীতাম্বরধারী। তাই এই ঝুলনযাত্রার বিশেষ দিনে প্রভুকে তাঁর প্রিয় হলুদ রঙের বস্ত্র পরান। পারলে এইদিন প্রভুর চরণে হলুদ ফুল দিন। আর ভোগে হলুদ মিষ্টি কিংবা হলুদ রঙের ফল। এতে শ্রীকৃষ্ণ তুষ্ট হবেন।

 

✓ ঝুলনের আগে একটি নতুন চন্দন কাঠ কিনুন এবং সেটি শ্রীকৃষ্ণের আসনে এনে রাখুন। বলা হয়, এমনটা করলে বাড়িতে শুভ শক্তি বৃদ্ধি পায় ।

✓গৃহের কল্যাণ চাইলে ঝুলনের দিন বাড়িতে একটু বীণা কিনে আনতে পারেন।

✓ ঝুলনের আগে রাস্তায় অনেকেই ময়ূরের পালক বিক্রি করতে দেখবেন। পারলে সেই পালক কিনে আনুন। ময়ূরের পালক ভগবান শ্রীকৃষ্ণের ভীষণ প্রিয়। তাই এটি ঠাকুরের সিংহাসনের পাশে রেখে দিন। আপনার গৃহে সুখবর আসতে বাধ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *