বাড়িতে করুন করোনা চিকিৎসা,গাইডলাইন কেন্দ্রের
নিউজ ডেস্ক: করোনা হলেই হাসপাতালে ছুটতে হবে না। উপসর্গহীন বা মৃদু উপসর্গযুক্তদের বাড়িতেই চিকিৎসা করতে পারবে। নির্দেশিকা জারি করে জানিয়ে দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
দেশে করোনা আক্রান্তের সংখ্যা রবিবার সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১০ লক্ষ ৭৭ হাজার ৬১৮ জন। ভারতে এইমুহূর্তে অ্যাকটিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৭৩ হাজার ৩৭৯। এই পরিস্থিতিতে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ব্যাপক চাপ তৈরি হয়েছে। হাসপাতালে হাসপাতালে বেডের আকাল। পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন গাইডলাইন প্রকাশ করল কেন্দ্র। জানানো হয়েছে, একমাত্র মাঝারি উপসর্গযুক্ত বা সংকটাপন্ন রোগীরা হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রকের যুক্তি, ভারতের সুস্থতার হার ৬২.৮২ শতাংশ। এক শতাংশের কম রোগীকে ভেন্টিলেশনে রাখতে হচ্ছে। দুই শতাংশের কম রোগীকে আইসিউতে রাখতে হচ্ছে। ৩ শতাংশের কম আক্রান্তের প্রয়োজন পড়ছে অক্সিজেনের।
স্বাস্ব্য মন্ত্রকের এই গাইডলাইনকে যুক্তিযুক্ত বলেই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাঁদের কথায়, পর্যাপ্ত আলো বাতাস যুক্ত একটা ঘর এবং আইসোলেশনের ব্যবস্থা থাকলেই ঘরে রেখে মৃদু উপসর্গযুক্ত বা উপসর্গহীন রোগীর চিকিৎসা সম্ভব।। তবে এক্ষেত্রে বেশ কিছু নিয়ম তৈরি করে দিয়েছে মন্ত্রক। হোম আইসোলেশনে থাকতে চাইলে চিকিৎসকের শংসাপত্র আনতে হবে আক্রান্ত ব্যক্তিকে। পাশাপাশি, একটি ফর্মে সই করতে হবে তাঁকে। আক্রান্তের বাড়িতে দূরত্ব বজায় রাখার পর্যাপ্ত জায়গা ও ব্যবস্থা থাকতে হবে। এছাড়া, সর্বক্ষণের জন্য আক্রান্ত ব্যক্তির যত্ন ও পরিচর্যার জন্য একজনকে থাকতে হবে। আইসোলেশনের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত সেই ব্যক্তিকে হাসপাতালের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। কেন্দ্রের নির্দেশিকায় আরও বলা হয়ছে, আক্রান্ত ব্যক্তির পরিচর্যায় থাকা ও সংস্পর্শে আশা ব্যক্তিদের চিকিৎসকের পরামর্শ মতে চলতে হবে। তবে, প্রবল শ্বাসকষ্ট, বুকে চাপ সৃষ্টির মতো উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের মদত নেওয়ার কথা বলা হয়েছে নির্দেশিকায়।