ফের রেল দুর্ঘটনা!বিহারের বক্সারে লাইনচ্যুত ট্রেনের ছয়টি কামড়া
ফের বড়সড় রেল দুর্ঘটনা। বুধবার রাতে বিহারের বক্সার জেলার রঘুনাথপুর রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হল ১২৫০৬ আনন্দ বিহার-কামাখ্যা নর্থ ইস্ট এক্সপ্রেসের ছয়টি কামড়া|
আরো পড়ুন-সল্টলেকে বিজেপির রাজ্য দফতরের মেন গেটের সামনে বিক্ষোভ দলের একাংশের
সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, রাত ৯টা বেজে ৩৫ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে।এক যাত্রী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে জানিয়েছেন, তাঁরা রাতে ঘুমের জন্য শুয়ে পড়েছিলেন। প্রায় সকলেই বিছানা করে ফেলেছিলেন। আচমকাই বগিগুলি লাইনচ্যুত হয়ে উল্টে-পাল্টে যায়। ওই যাত্রী অবশ্য ঠিক আছেন। তাঁর তোলা ভিডিয়োতে দেখা গিয়েছে, বগির মধ্যে বালিশ, বিছানা ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।
আরো পড়ুন-দিল্লি হাইকোর্টে পিছোল কেষ্টর শুনানি!এবারের পুজোও জেলে কাটার আশঙ্কা
ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ বাহিনী। উপস্থিত হয়েছেন বক্সারের জেলাশাসকও। এখনও অবধি কারোর মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে, প্রাথমিকভাবে ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।