আকাশপথে এবার বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে চলেছে ত্রিপুরা

নিউজ ডেস্ক: ত্রিপুরাও আন্তর্জাতিক বিমানের সুবিধা পাবে এবার থেকে। ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে বিমান যোগাযোগ করতে পারবে ত্রিপুরা। শনিবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব টুইট করে জানিয়েছেন, ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে আগরতলার যোগাযোগ শেষ পর্যন্ত হচ্ছে। ত্রিপুরার মানুষের স্বপ্ন পূরণের জন্য় প্রধানমন্ত্রী ও অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীকে আমার আন্তরিক ধন্যবাদ।

আরও পড়ুন-পঞ্জাবে ‘গৃহবন্দি’ অভিনেত্রী সোনু সুদ, বাজেয়াপ্ত হল অভিনেতার গাড়ি

প্রায় ৩০ হাজার বর্গ মিটার জায়গা নিয়ে তৈরি হয়েছে আগরতলার নয়া টার্মিনাল। খরচ প্রায় ৪৫০ কোটি টাকা। গোটা উত্তরপূর্ব ভারতে বিমান যোগাযোগের উন্নতির জন্য ৩৪০০ কোটির প্রকল্প স্থির করা হয়েছে। তার মধ্যে আগরতলা অন্য়তম। এবার উড়ান স্কিমের আওতায় এই নতুন বিমান যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠছে। আন্তর্জাতিক উড়ানের আরও প্রস্তাব রয়েছে। গুয়াহাটি ব্যাংকক, গুয়াহাটি ঢাকা, গুয়াহাটি- কাঠমান্ডু, গুয়াহাটি হ্যানয়, ভুবনেশ্বর ব্যাংকক, ভুবনেশ্বর- আবুধাবি, ভুবনেশ্বর সিঙ্গাপুর এর মত আন্তর্জাতিক রুট খোলার ব্যাপারে কথা চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *