সমকামী বিবাহ নিয়ে বড় ঘোষণা সুপ্রিম কোর্টের!

সমকামী বিবাহ নিয়ে বড় ঘোষণা সুপ্রিম কোর্টের। প্রধান বিচারপতি চন্দ্রচূড় এবং পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চের বিচারপতি এসকে কউল, বিচারপতি এসআর ভাট, বিচারপতি পিএস নরসিংহ এবং বিচারপতি হিমা কোহলি সমকামী যুগলদের বিবাহ নিয়ে শুনানি শোনেন|আর এরপর এই বিতর্কিত ও বহুচর্চিত মামলায় বড় ঘোষণা করে সুপ্রিম কোর্ট|

আরো পড়ুন-দ্বিতীয়বার বাবা হলেন জিৎ!পুত্র সন্তানের জন্ম দিলেন স্ত্রী মোহনা

এদিন প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, “জীবনসঙ্গী বেছে নেওয়া প্রত্যেক নাগরিকের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কারও কারও ক্ষেত্রে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সংবিধানে উল্লেখিত ২১ নম্বর অনুচ্ছেদের অন্তর্গত জীবন এবং স্বাধীনতার অধিকারের মধ্যে পড়ে জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার।”

আরো পড়ুন-মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধির বিলে মিলল না রাজ্যপালের সই!

তিনি আরও বলেন, “বিবাহের অধিকারের মধ্যে জীবনসঙ্গী বেছে নেওয়ার এবং সেই বিবাহের স্বীকৃতি আদায়ের অধিকারও পড়ে। এই ধরনের সম্পর্ককে স্বীকৃতি না দিলে, সমকামী যুগলদের সঙ্গে বৈষম্য করা হয়। কিন্তু যৌন অভিচারের জন্য কারও বিবাহের অধিকার কেড়ে নেওয়া যায় না।”এদিন সমকামী যুগলদের রেশন কার্ড, পেনশন, গ্র্যাচুইটি এবং উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে কমিটি গড়ে কেন্দ্রকে পরবর্তী পদক্ষেপ করার নির্দেশ দিল শীর্ষ আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *