‘রবিবার স্ত্রী আমার দিকে তাকিয়ে থাকতে ভালবাসে’,এলঅ্যান্ডটির চেয়ারম্যানকে কটাক্ষ পুনাওয়ালার

সম্প্রতি এলঅ্যান্ডটি সংস্থার অধিকর্তা এসএন সুব্রহ্মণ্যন বলেছিলেন, ‘‘সব কিছু যদি আমার নিয়ন্ত্রণে থাকত তা হলে আমি রবিবারও আমার কর্মীদের কাজ করতে বলতাম। কিন্তু আমি তা পারি না। আমি নিজে রবিবার কাজ করি। বাড়িতে এত ক্ষণ থেকে কী করবে মানুষ? কত ক্ষণ একজন স্বামী তাঁর স্ত্রীর মুখ দেখবেন? একজন স্ত্রীই বা কত ক্ষণ বাড়ি বসে তাঁর স্বামীর মুখ দেখতে পারবেন? তার চেয়ে ভাল হয় সকলে অফিসে গিয়ে কাজ করুন। তাতে জীবনে উন্নতি হবে।’’

আরো পড়ুন-ডাক্তার ছুটিতে বাইরে থাকবেন বলে নির্ধারিত সময়ের এক মাস আগে সিজার!ব্রেন ডেড তৃণমূল পঞ্চায়েত সদস্যার,চুঁচুড়ার হাসপাতালে তদন্তে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক

এলঅ্যান্ডটি সংস্থার অধিকর্তার এহেন মন্তব্যের পর সমালোচনার ঝড় ওঠে|এই নিয়ে সরব হয়েছিলেন অভিনেত্রী দীপিকা পাডুকোণও|এই নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মন্তব্য করতে দেখা গিয়েছে মহিন্দ্রা গোষ্ঠীর কর্ণধার আনন্দ মহিন্দ্রাকে। তিনি বলেছেন, ‘‘আমার স্ত্রী খুব ভাল। ওর দিকে তাকিয়ে থাকতে ভালবাসি আমি। ওর সঙ্গে সময় কাটাই আমি।’’

আরো পড়ুুন-নিম্ন মানের স্যালাইনে প্রসূতির মৃত্যু!তিন জন সঙ্কটজনক এখনও! তদন্ত কমিটি গেল মেদিনীপুর মেডিক্যালে

এবার আনন্দকে সমর্থন করেছেন ‘সেরাম ইনস্টিটিউট’-এর কর্ণধার অদার পুনাওয়ালাও।রবিবার নিজের এক্স হ্যান্ডলের পাতায় নিজস্বী পোস্ট করে অদার লিখে জানিয়েছেন, তিনি আনন্দের সঙ্গে সহমত। অদার লেখেন, ‘‘আমার স্ত্রী (নাতাশা পুনাওয়ালা) মনে করে আমি সুন্দর। রবিবার ও আমার দিকে তাকিয়ে থাকতে ভালবাসে। পরিমাণের চেয়ে কাজের গুণমান বিচার করা উচিত।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *