দেখুন মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ভারতীয় জওয়ানদের প্রজাতন্ত্র দিবস উদযাপন
নিউজ ডেস্ক: উচ্চতা ১১ হাজার ফুট, তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস। এই প্রবল ঠান্ডার মধ্যে প্রজাতন্ত্র দিবস উদযাপন করতে দেখা গেল ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ বা আইটিবিপি-কে। আইটিবিপি ‘হিমবীর’-দের প্রজাতন্ত্র দিবস উদযাপনের ভিডিও ভাইরাল রয়েছে নেটমাধ্যমে।
একটিতে দেখা গিয়েছে উত্তরাখণ্ডের অউলিতে কালো পোশাক পড়ে স্কি করছেন আইটিবিপি জওয়ানরা। তাঁদের মধ্যে একজনের হাতে রয়েছে ভারতের জাতীয় পতাকা।
আরও পড়ুন-অ্যামেচার যাত্রা শিল্পীরা প্রতি মুহূর্তে অস্তিত্বের লড়াই লড়ছে
আজকের এই বিশেষ দিনে সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা জানান, তিনি লেখেন, ‘সবাইকে শুভ প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ।’
आईटीबीपी के हिमवीरों का राष्ट्र को नमन
Happy Republic Day from #Himveers of ITBP
From #Ladakh#RepublicDay2022 #RepublicDay #गणतंत्रदिवस pic.twitter.com/bS1A8pnPlH
— ITBP (@ITBP_official) January 26, 2022