প্রয়াত সাহারাকর্তা সুব্রত রায়!দীর্ঘ সময় ধরে ভুগছিলেন অসুস্থতায়
প্রয়াত সাহারাকর্তা সুব্রত রায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন বলে জানা যাচ্ছে।কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাহারা কর্তা|
আরো পড়ুন-‘আমি রাজ্যের মন্ত্রী!এই সেলে থাকব না,SSKM-এ পাঠানো হোক’:জেলে আবদার জ্যোতিপ্রিয়র
সাহারে ইন্ডিয়া পরিবারের তরফে একটি বিবৃতি থেকে জানা গিয়েছে,দীর্ঘ দিন ধরে হাইপারটেনশন, ডায়াবিটিস এবং মেটাস্টেটিক ক্যান্সারে ভুগছিলেন সুব্রত রায়। এদিন কার্ডিওরেসপিরেটরি অ্যারেস্ট হয়।১৪ নভেম্বর রাত ১০টা বেজে ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আরো পড়ুন-বীরভূম জেলা সভাপতির পদে নেই কেষ্টর নাম!তালিকায় ধোঁয়াশা
দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন বলে জানা যাচ্ছে। শারীরিক অবস্থার অবনতি হলে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি হন ১২ নভেম্বর।তাঁর শেষকৃত্যের সব তথ্য জানানো হবে বলে বিবৃতিতে জানিয়েছে সাহারা ইন্ডিয়া পরিবার।