প্রতি বছর আড়াই ইঞ্চি করে বসে যাচ্ছে জোশীমঠ !উঠে এলো চাঞ্চল্য রিপোর্ট

প্রতি বছর আড়াই ইঞ্চি করে বসে যাচ্ছে জোশীমঠ । সম্প্রতি সামনে এসেছে দেরাদুনের একটি সরকারি সংস্থা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং-এর সমীক্ষা রিপোর্ট।

আরো পড়ুন-আপার প্রাইমারিতে নিয়োগের দাবিতে আবারও পথে নামলেন বঞ্চিত চাকরি প্রার্থীরা!

মাটি আলগা হতে শুরু করেছিল ৩ বছর আগে।দেরাদুনের সরকারি সংস্থা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং-এর সমীক্ষা রিপোর্ট থেকে জানা যাচ্ছে ২০২০ সালের মার্চ থেকেই জোশীমঠ ও তার আশপাশের এলাকায় ফাটল ধরতে শুরু করেছিল।এখানে বিপজ্জনক বাড়ির সংখ্যা বেড়ে হয়েছে ৭২৩।বিপদ-আশঙ্কার উপর ভিত্তি করে জোশীমঠকে তিনটি জোনে ভাগ করেছে উত্তরাখণ্ড প্রশাসন। ডেঞ্জার, বাফার এবং কমপ্লিটলি সেফ।

আরো পড়ুন-‘ভাটপাড়া পৌরসভায় অভিজ্ঞ লোকের অভাব’:অভিযোগ অর্জুন সিংহের

সোমবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী জানান, সবরকম ভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, জোশীমঠকে বাঁচাতে একত্রিত হতে হবে। প্রশাসনের তরফে বিপজ্জনক তালিকাভুক্ত অঞ্চলকে দ্রুত খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। বহু পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে আসা হয়। ঘরছাড়া মানুষেরা অবশ্য এর জন্য দায়ী করছেন তপোবন-বিষ্ণুগড় জলবিদ্যুৎ প্রকল্পকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *