৩০ নভেম্বর পর্যন্ত গড়াবে না লোকাল ট্রেনের চাকা, জারি থাকবে আনলক ৫

নিউজ ডেস্ক:  আগামী ৩০ নভেম্বর পর্যন্ত জারি থাকবে আনলক-৫। গাইডলাইনে তেমন কোনও হেরফের নেই। ফলে ততদিন লোকাল ট্রেনের চাকা গড়ানোর কোনও সম্ভাবনা নেই। তবে রাজ্য অনুরোধ করলে মন্ত্রক অনুমতি দিতে পারে।

চলতি মাসের শেষে আনলক-৬-এর নির্দেশিকা ঘোষণা করার কথা। কিন্তু তার বদলে উৎসবের মরশুমে আনলক-৫ এর নির্দেশিকাকেই আরও এক মাস বলবৎ রাখল কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়, আনলক-৫ জারি থাকবে ৩০ নভেম্বর পর্যন্ত। গাইডলাইনে সামান্য কিছু পরিবর্তন হলেও মঙ্গলবার কেন্দ্রীয় তরফে প্রকাশিত আনলক ফাইভ গাইডলাইনে নেই লোকাল ট্রেন চালানোর উল্লেখ।

মঙ্গলবার জারি করা গাইডলাইন অনুযায়ী, ৩০ নভেম্বর পর্যন্ত কনটেনমেন্ট জোনে জারি থাকবে কড়া লকডাউন। চলবে না লোকাল ট্রেন। তবে রাজ্য অনুরোধ করলে মন্ত্রক অনুমতি দিতে পারে। এয়ার বাবল ছাড়া আন্তর্জাতিক বিমাল চলবে না। রাজ্য চাইলে স্কুল-কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারে। আন্তঃরাজ্য আমজনতা ও মালপত্র পরিবহণে কোনও বিশেষ অনুমতির প্রয়োজন নেই। বদ্ধস্থানে সর্বাধিক ২০০ জন কোনও ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। হোটেল-রেস্তরাঁ-বার-পাব-পর্যটনস্থল-জিম-সিনেমা হল খুলে দেওয়া হয়েছ। তবে মানতে হবে করোনা বিধি। চলছে মেট্রোও। মাস্ক, স্যানিটাইজার ব্যবহার বাধ্যমূলক। মানতে হবে সামাজিক দূরত্ববিধিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *