অর্থমন্ত্রীর নেই ভোটে লড়ার ‘অর্থবল’!লোকসভা নির্বাচন থেকে সরে দাড়ালেন নির্মলা

এবার আর লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন না দেশের অর্থমন্ত্রী নির্মলা সিতারামন|কিন্তু কেন?কারন জানলে হবেন অবাক|কিন্তু সত্যিটা তাই,যা শুনে অনেকেই এদিন চমকে গিয়েছেন|

আরো পড়ুন-নোটের শয্যায় বিজেপি জোটের নেতা!সোশাল মিডিয়ায় ভাইরাল ছবি

বুধবার নয়াদিল্লিতে আয়োজিত ‘টাইমস নাও সামিট-২০২৪’-এ অর্থমন্ত্রী নির্মলা সিতারামন প্রকাশ্যে এই প্রথম মুখ খোলেন তার এবারের লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে|এদিন নির্মলা বলেন, ‘দল আমাকে ভোটে লড়ার কথা বলেছিল। কিন্তু ৭-১০ দিন চিন্তা করার পরে আমি বলেছিলাম, হয়তো, লড়তে পারব না। কারণ, ভোটে লড়ার মতো অর্থ আমার কাছে নেই।’ অন্য একটি প্রশ্নে নির্মলা বলেন, ‘আমারও একটি সমস্যা আছে। অন্ধ্র হোক বা তামিলনাড়ু—আরও একটি প্রশ্ন অবধারিত ভাবে উঠবে। আপনি কি সেই সম্প্রদায়ের, বা সেই ধর্মের।’

আরো পড়ুন-কলকাতা বিমানবন্দরে চলল গুলি!আত্মঘাতী কর্তব্যরত সিআইএসএফ জওয়ান

নির্মলার বলেছেন ‘আমার বেতন, আমার উপার্জন এবং আমার সঞ্চয় একান্ত ভাবেই আমার। এটা দেশের কনসলিডেটেড ফান্ডও নয়।’নির্মলার এই সিদ্বান্ত নিয়ে অবশ্য বিজেপির তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *