হাথরসে মৃত্যুমিছিল!ধর্মসভায় পদপিষ্ট হয়ে মৃত্যু শতাধিকের

মঙ্গলবার উত্তর প্রদেশের হাথরসের এক গ্রামে আয়োজিত এক ধর্মসভায় পদপিষ্ট হয়ে মৃত্যু হল শতাধিক মানুষের|জানা গিয়েছে,অন্তত ১১৬ জনের মৃত্যু হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরো পড়ুন-৭০ লক্ষ টাকা ইডিকে ফেরত দিতে চান ঋতুপর্ণা!জানতেন না!রেশন দুর্নীতির টাকা তিনি জানতেন না বলে জানিয়েছেন ঋতুপর্ণা

এদিন হাথরসের ফুলরাই গ্রামে, এক সৎসঙ্গ বা ধর্মসভার আয়োজন করেছিলেন ‘নারায়ণ সাকার হরি’ ওরফে ‘সাকার বিশ্ব হরি’ ওরফে ‘ভোলেবাবা’ নামে এক স্থানীয় ধর্মগুরু। শোনা যাচ্ছে, এদিন তাঁর ধর্মসভায় প্রায় ৫০,০০০ মানুষের ভিড় হয়েছিল। এক বিশেষ তাঁবুর মধ্যে চলছিল সভা। অতিরিক্ত ভিড় হওয়ায়, তাঁবুর ভিতর আদ্রতা ও গরম ছিল অত্যন্ত বেশি। তার উপর তাঁবু থেকে বের হওয়ার ছিল একটিই দরজা। সৎসঙ্গ শেষ হওয়ার পরই, বাবাজির চরণ ছুয়ে আশীর্বাদ নিতে গিয়েই হুড়োহুড়ি পড়ে গিয়েছিল বলে শোনা যাচ্ছে।

আরো পড়ুন-আড়িয়াদহে মা ও কলেজ পড়ুয়া ছেলেকে রাস্তায় ফেলে পেটানোর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতির বিরুদ্ধে!CCTV বন্দি গোটা ঘটনা

জানা যাচ্ছে,এই বাবাজি নাকি একসময় আইবি-র গোয়েন্দা ছিলেন।এই ঘটনায় এটার পুলিশস সুপার রাজেশ কুমার সিং বলেন, ‘হাথরস জেলার মুঘলাগড়িগ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। সেই সময় পদপিষ্ট হন অনেকে। মৃতদের মধ্যে মহিলা এবং শিশুও রয়েছে। দেহ সনাক্ত করার কাজ চলছে। কেন এবং কীভাবে ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।’এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারকে দু লাখ এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *