মহারাষ্ট্রের থানেতে মর্মান্তিক দুর্ঘটনা!ক্রেন ভেঙে পড়ে মৃত্যু হল ১৭ জন শ্রমিকের

মঙ্গলবার ভোরে মহারাষ্ট্রের থানের সাহাপুর এলাকায় ঘটে এক ভয়াবহ দুর্ঘটনা|নির্মাণ কাজ চলাকালীন ক্রেন ভেঙে পড়ে মৃত্যু হল ১৭ জন শ্রমিকের। সেখানে সম্রুদ্ধি এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ চলছিল। এদিন ভোরবেলায় আচমকা একটি ক্রেন ওই এলাকাতে কর্মরত শ্রমিকদের মাথায় ভেঙে পড়ে।জানা গিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১৭ জন শ্রমিকের। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় ৩ জনকে।আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য।

আরো পড়ুন-‘শুধু পুলিশের উপর নির্ভর করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায় না’:বিস্ফোরক সৌগত

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল বাহিনী ও এনডিআরএফের একটি দল।আরম্ভ হয়ে উদ্ধারকাজ। জানা গিয়েছে, ওই ক্রেনটি উচ্চক্ষমতাসম্পন্ন,যার নাম গার্ডার লঞ্চিং মেশিন।এই ক্রেনটি ব্যবহার কপা হয় বিশাল আকৃতির লোহার বস্তু কিংবা ইস্পাত সরানোর কাজে। সেটি আচমকা ভেঙে পড়ায় ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা।

আরো পড়ুন-স্মার্ট সিটি হাবড়া!ঝা চকচকে আলো ঝলমলে শহরে স্বল্প বৃষ্টিতেই ডুবে যায় গোড়ালি

এই দুর্ঘটনার খবরে শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে। নিহতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি এই দুর্ঘটনার তদন্তেরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *